ময়মনসিংহের মুক্তাগাছায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আব্দুল খালেক (৬৫) নামে এক কবিরাজ। বিয়ের তিন বছরেও সন্তান না হওয়া এক নারীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।রোববার (১৬ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।গ্রেপ্তারকৃত আসামি উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের নবিগঞ্জ বাজার এলাকার মৃত নসু খার ছেলে।মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (৩৬) মুক্তাগাছায় স্বামীকে নিয়ে বসবাস করেন। একই এলাকায় কবিরাজ হিসেবে খ্যাতি রয়েছে আব্দুল খালেকের। তার ঝাড়ফুঁক ও বিভিন্ন ওষুধ খেয়ে সব ধরনের রোগ ভালো হয় বলে প্রচারণা রয়েছে। কারও সন্তান না হলে কবিরাজের শরণাপন্ন হলে সন্তান হয়। এমন বিশ্বাসে ভুক্তভোগী এ নারী আব্দুল খালেকের বাড়িতে যাতায়াত করতেন। নিশ্চিত সন্তান হবে এমন আশ্বাসে কবিরাজকে ১৫ হাজার টাকাও দেন তিনি। ৮ মার্চ ভুক্তভোগী নারী আবারও কবিরাজের বাড়িতে যান। গিয়ে জানতে চান সন্তান হতে আর কতদিন সময় লাগতে পারে। এ সময় ওই নারীকে বুঝিয়ে একটি কক্ষে নেন কবিরাজ। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন।এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় ওই নারী ঘটনার মৌখিক অভিযোগ দেন। পরে লিখিত অভিযোগ নিয়ে রাতেই আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়।ওসি আরও জানান, ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি আব্দুল খালেককে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বজ্রপাত রোধে খোয়াই নদীর তীরে তালগাছের চারা রোপণ
বজ্রপাত রোধে খোয়াই নদীর তীরে তালগাছের চারা রোপণ

হবিগঞ্জে বজ্রপাত প্রতিরোধে খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

সরকারের কিছু উপদেষ্টা বিএনপি বিদ্বেষী: রিজভী
সরকারের কিছু উপদেষ্টা বিএনপি বিদ্বেষী: রিজভী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (৬ মার্চ) Read more

বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থবিরোধী: কাদের 
বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থবিরোধী: কাদের 

বিএনপি নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতিসাধনে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এ অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল Read more

চবিতে টিএসসি নির্মাণের উদ্যোগ
চবিতে টিএসসি নির্মাণের উদ্যোগ

অবশেষে শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) স্থাপনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের নিকট জমি চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন