ঢাকার সরকারি ৭ কলেজের সমন্বয়ে ‌‌‌‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দীন। রোববার (১৬ মার্চ) দুপুরে তিনি জানান, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাস করে তবেই বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া শুরু হবে। পুরো শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।জামাল উদ্দীন বলেন, ইউজিসি চেয়ারম্যান আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেছেন। এ নাম চূড়ান্ত।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর আগে ৭ কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা নিয়ে তিনি জানান, চলতি বছরও ঢাবির অধীনে অনার্সে ভর্তি করা হবে। ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই ৭ কলেজের কার্যক্রম চালাবে।এর আগে, সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত গঠিত কমিটির সদস্যদের বৈঠকে রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা।উল্লেখ্য, প্রচলিত শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজ সাতটি হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। পরে কলেজগুলো পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগের ধারাবাহিকতায় গত বছরের অক্টোবর থেকে দীর্ঘ আন্দোলনে নামেন কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল ও সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি। ওই কমিটির সদস্যরা দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, সম্মানজনক পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কাজ করেছেন। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে ইউজিসি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেইজের নৈপুণ্যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
চেইজের নৈপুণ্যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

আগের ম্যাচ জয়ে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সেটাকে সিরিজ জয়ে রূপান্তরিত করলেন রোস্টন চেইজ।

সরকার জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় নেমেছে: রব
সরকার জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় নেমেছে: রব

জেএসডি সভাপতি বলেন, সংবিধানকে লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে থেকে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে গেছে।

মাগুরায় রাব্বি হত্যার ঘটনায় ১৩ জনের নামে মামলা 
মাগুরায় রাব্বি হত্যার ঘটনায় ১৩ জনের নামে মামলা 

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহতের ঘটনায় ১৩ জনের নামে মামলা হয়েছে। 

চট্টগ্রামে থানা হাজতে আসামির ‘আত্মহত্যা’
চট্টগ্রামে থানা হাজতে আসামির ‘আত্মহত্যা’

নিজের পরনের শার্ট থানা হাজতের ভেন্টিলেটরে ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে মো. জুয়েল (২৬) নামে এক আসামি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুলাই) Read more

শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ডিম্বাকৃতির স্বর্ণের পিণ্ড উদ্ধার
শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ডিম্বাকৃতির স্বর্ণের পিণ্ড উদ্ধার

এনএসআই জানায়, উদ্ধারকৃত সোনাশ আটক যাত্রী সোহাগ বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছেন। আরও স্বর্ণের উপস্থিতি আছে কি না তা নিশ্চিত হওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন