নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবর্ধনা হিসেবে হাফেজদেরকে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেয়া হয়। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম। ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়তের সেক্রেটারি এডভোকেট আ.স.ম আবু সায়েম, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জেলা শিবিরের মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবর্ধনা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। এমন আয়োজন যেন অব্যহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছন তারা। সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতজন হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অতন্ত্য সৌভাগ্যের। সামনে কোরআনের বাণী ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরেরে কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। সমাজের ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কুরআনের হাফেজরা। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন কুরআনের হাফেজরা, কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়না। পূর্বের আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে যার জন্য আজকের এ আয়োজন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাসকিন-রিশাদদের তোপে ‘টেস্ট খেলছে’ জিম্বাবুয়ে 
তাসকিন-রিশাদদের তোপে ‘টেস্ট খেলছে’ জিম্বাবুয়ে 

প্রথম দুই ওভারে মাত্র ৩ রান দিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে শরিফুল ইসলাম-শেখ মেহেদি হাসান। ইনিংসের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে Read more

ওয়েডকে আইসিসির তিরস্কার, পেলেন ডিমেরিট পয়েন্ট
ওয়েডকে আইসিসির তিরস্কার, পেলেন ডিমেরিট পয়েন্ট

ডেড বল ঘোষণা নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে আইসিসির তিরস্কার পেলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন