রাঙামাটিতে চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফের সক্রিয় এক কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রবিবার (১৬ মার্চ) সকালে রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামারপাড়ায় গোলাগুলির এই ঘটনা ঘটে। গুলিতে নিহত ব্যক্তির নাম নির্মল খীসা (৩২)। সে নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে। রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, আমাদের পুলিশের একটি টিম নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে তারা মরদেহ উদ্ধার পরবর্তীতে ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। ইউপিডিএফ রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, রবিবার সকাল ৯টার সময় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে খামার পাড়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ৬/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এতে সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে। হত্যাকান্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।এদিকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডে তাদের কোন সংশ্লিষ্ট্যতা নেই জানিয়ে বলেন, এই ধরনের কোনো অগণতান্ত্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জেএসএস কোন ভাবেই সম্পৃক্ত নয়। তিনি বলেন, হয়তো ইউপিডিএফ এর নিজস্ব অর্ন্তকোন্দলের ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে।এআই
Source: সময়ের কন্ঠস্বর