নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মতিন সড়ক চিশতিয়া বেকারীর সামনে নীলাচল পরিবহনের কর্মচারী এবং বিএনপির নেতাদের মধ্যে মারামারি সংগঠিত হয়। এতে অন্তত ৮ জন আহত হয়।শনিবার (১৫ মার্চ) রাত ১০টার সময় মিজমিজি উত্তর পাড়া বাইতুন নাজাত জামে মসজিদের সামনে নীলাচল পরিবহনের ডিপোতে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ১২ মার্চ নীলাচল পরিবহনের একটি বাস পার্কিং করার সময় চিশতিয়া বেকারি সংলগ্ন বায়তুন নাজাত জামে মসজিদের ওয়ালের সাথে লেগে ওয়ালের কিছু অংশ ভেঙ্গে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে বায়তুত নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি হাসান মাহমুদ পাটোয়ারী নীলাচল পরিবহনের পরিচালক আব্দুল হাশেম (৫০)কে ফোন করে বিষয়টি মীমাংসার জন্য আসতে বলে। ফোন পেয়ে আব্দুল হাসেম এবং নীলাচল পরিবহনের গাড়ির মালিক বিল্লাল হোসেন, হিসাব রক্ষক হাসান মাহমুদ সজীবসহ চিশতিয়া বেকারীর সামনে আসলেই টিটু, ফিরোজ, রোকন, শামসু, ইসমাইলসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন তাদের উপরে হামলা করে। এই ঘটনার জেরে রাতে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুর ইসলাম বাবু ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব টুটুল ও স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, ফিরোজসহ ১০০ থেকে ১৫০ লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পরিবহন শ্রমিকের উপর আক্রমণ করে কুপিয়ে আহত করে। উক্ত ঘটনায় দুই দফা মারামারিতে উভয় পক্ষের প্রায় ৭ থেকে ৮ জন আহত হয়ে  প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতাল এবং খানপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। উভয় পক্ষের চারটি বাড়িতেও আক্রমণ ও ভাঙচুর হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।নীলাচল পরিবহনের কর্তব্যরত ফোরম্যান আবুল হাশেম সময়ের কন্ঠস্বরকে জানান, আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব টুটুলের লোকজন আমাদের উপর অতির্কত হামলা করে। এসময় আমি সহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন, ফারুক, লায়েট নামে ৬ জন আহত হয়েছি। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি। স্বেচ্ছাসেবকদলের নেতা মমিনুর রহমান বাবু তার অনুসারীদের নিয়ে শনিবার বিকেলে আমার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে সই নিয়েছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করেন নীলাচলের ফোরম্যান আবুল হাশেম।স্বেছাসেবকদল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মমিনুর রহমান বাবু সময়ের কন্ঠস্বরকে জানান, আমার কোন লোকজন চাঁদাবাজির সাথে জড়িত নয় বরং আমরা চাঁদাবাজি ও অন্যায়ের প্রতিবাদ করছি।সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ টহল রয়েছে বলে জানান তিনি।সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন আলম জানান সময়ের কন্ঠস্বরেকে জানান, মারামারি বিষয়ে এখন পযন্ত কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় ইফতার সামগ্রী বিতরণ
লোহাগাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ’র সন্তুষ্ট লাভের আশায় ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লোহাগাড়ার Read more

দুর্ঘটনার পর রথের চূড়া নিয়ে প্রশ্ন উঠেছে: ইসকন নেতা
দুর্ঘটনার পর রথের চূড়া নিয়ে প্রশ্ন উঠেছে: ইসকন নেতা

রথ জোরে টানার কারণে যেমন দুর্ঘটনা ঘটেছে, তেমনি অসংখ্য মানুষ প্রাণেও রক্ষা পেয়েছেন।

মোটরসাইকেল নিয়ে বের হয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর
মোটরসাইকেল নিয়ে বের হয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা Read more

বাংলাদেশের ম্যাচে নিয়ম ভাঙায় রশিদকে আইসিসির ভর্ৎসনা
বাংলাদেশের ম্যাচে নিয়ম ভাঙায় রশিদকে আইসিসির ভর্ৎসনা

বৃহস্পতিবার ভোরে ত্রিনিদাদে প্রথম সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। 

বিএনপির বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দুই কমিটি
বিএনপির বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দুই কমিটি

বিএনপির বর্তমান বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দুটি কমিটি গঠন করেছে দলটি। এগুলো হচ্ছে ‘চেয়ারপারসন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’ এবং ‘স্পেশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন