ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় লোহিত সাগরে আবারো ইসরায়েলি জাহাজে সম্প্রতি হামলার হুমকি দিয়ে ছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা।এ হুমকির পর শনিবার (১৫ মার্চ) রাতে যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। খবর আল-জাজিরার।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের পাল্টা হুমকি দিয়ে বলেছিলেন, লোহিত সাগরের জাহাজে হামলা হলে ইয়েমেনে ‘নরকের বৃষ্টিপাত হবে’।  ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।মূলত গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধের কারণে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় হামলা শুরু করার হুমকি দেওয়ার পরে যুক্তরাষ্ট্র এই হামলা চালাল। গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।এদিকে ইয়েমেনের আল মাসিরাহ টিভি দেশটির রাজধানী সানা এবং সাদা শহরে নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছে।হুথিদের সহযোগী এই চ্যানেলটি জানিয়েছে, সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।ইয়েমেনে্ এই মার্কিন হামলাকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যাল-এ এক বিবৃতিতে বলেছেন, তোমাদের সময় শেষ এবং আজ থেকে তোমাদের হামলা বন্ধ করতে হবে। যদি তা না করো, তাহলে তোমাদের উপর এমন বৃষ্টিপাত হবে- যা তোমরা আগে কখনও দেখনি।ট্রাম্পের বিবৃতিতে আরো বলা হয়, আমি আজ (শনিবার) মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেনে হুথি ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক অভিযান শুরু করার নির্দেশ দিয়েছি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে বিক্ষোভে উত্তাল আন্দোলনকারীরা
রংপুরে বিক্ষোভে উত্তাল আন্দোলনকারীরা

রংপুর বিভাগের প্রবেশদ্বার ও বিশ্ববিদ্যালয় সম্মুখ সড়ক আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল। কোটা সংস্কারের এই আন্দোলনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছেন।

শেখ হাসিনা বাংলাদেশের সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল: ফারুক
শেখ হাসিনা বাংলাদেশের সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল: ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা। শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন