মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ডাকাতির অভিযোগে ৪ জনকে গণধোলাই দিয়ে গুরুতর আহত করেছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, ডাকাতি করে গন্তব্যে পৌঁছানোর সময় তারা ৪ জন জনতার হাতে ধরা পড়ে।রবিবার (১৬ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার পাঁচ্চর গোলচত্ত্বর নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ আহত অবস্থায় ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় থাকায় সন্দেহভাজন ৪ ডাকাতের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার  রাত ৩টার দিকে উপজেলার পাঁচ্চর গোলচত্ত্বরে একটি অ্যাম্বুলেন্স থামে। ভিতর থেকে নামে চার যুবক, যেন অজানা কোনো গন্তব্যের পথিক। চত্বরের চারদিকে তাদের সন্দেহজনক চলাফেরা নজরে আসে নৈশপ্রহরীর। অভিজ্ঞ চোখে তিনি আঁচ করেন, কিছু একটা ঠিক নেই!সন্দেহের ডাকে এগিয়ে যান তিনি, ৪ জনকে থামতে বলেন। একটু কাছে আসতেই অন্ধকার ভেদ করে জ্বলজ্বলে এক যুবকের পকেট থেকে উঁকি দিচ্ছে রক্তমাখা ছুরি। দেখামাত্র সাহসী নৈশপ্রহরী যুবকটিকে জাপটে ধরেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন চারপাশ থেকে। দিশেহারা হয়ে তিন যুবক পালানোর চেষ্টা করলেও, জনতার ক্ষুব্ধ হাতে ধরা পড়তে দেরি হয়নি। এসময় উত্তেজিত জনতার গণপিটুনির ঝড়ে চারজনই গুরুতর আহত হন।পাঁচ্চর গোলচত্ত্বরের দোকানদার সজীব বলেন, এরা কোথায় যেন ডাকাতির সময় হত্যা করছে অথবা জখম করছে। আর নয় তাদের ছুরিতে রক্ত কেন।শিবচর থানার ওসি মো. রতন শেখ সময়ের কন্ঠস্বরকে বলেন, আমরা মাত্রই আহত অবস্থায় ৪ জনকে জনতার হাত থেকে উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখনো বিস্তারিত তথ্য দিতে পারছি না। তবে একটু পরে দিতে পারবো।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় গ্রেপ্তারের ক্ষমতা পেলেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা
ঢাকায় গ্রেপ্তারের ক্ষমতা পেলেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা

রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। তবে পুলিশের স্বল্পতা রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে Read more

কোটা আন্দোলনকারীদের এক দফায় কেমন প্রতিক্রিয়া আওয়ামী লীগে
কোটা আন্দোলনকারীদের এক দফায় কেমন প্রতিক্রিয়া আওয়ামী লীগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের পদত্যাগের এক দফা ঘোষণার তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্ষমতাসীন Read more

নতুন টাকা ছাড়াও ঈদে যেভাবে সালামি দিতে পারেন
নতুন টাকা ছাড়াও ঈদে যেভাবে সালামি দিতে পারেন

ছোটবেলায় ঈদ সালামির জন্য আপনিও অধীর আগ্রহে অপেক্ষা করতেন নিশ্চয়ই। সালামি মানেই যেন চকচকে নোট আর ইচ্ছেমতো খরচ করার স্বাধীনতা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন