সন্তানের নিথর দেহ ফেলে রেখে মৃত্যুর সাথে লড়াই করছিলেন বাবা। কিন্তু শেষ পর্যন্ত তিনিও হার মানলেন। পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে জুনায়েদ আহমেদ (৭) নামের এক শিশুর মৃত্যুর পর তার বাবা সুলাইমান খাঁও (৪০) মারা গেছেন।শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। সুলাইমান খাঁ উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন এনজিও কর্মী।দুর্ঘটনায় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু জুনায়েদ আহমেদ। গুরুতর আহত হন শিশুটির বাবা সুলাইমান খাঁ (৪০)। তাকে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে তিনিও পাড়ি দেন না ফেরার দেশে।জানা যায়, শিশু পুত্র জোনায়েদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে চন্ডিপুরের শশুর বাড়ি থেকে গ্রামের বাড়িপাথরঘাটায় ফিরছিলেন বাবা-ছেলে। পথিমধ্যে দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু জোনায়েদ মারা যায় ও তার বাবা গুরুতর আহত হন।এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোভিডের টিকা প্রত্যাহার করে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা
কোভিডের টিকা প্রত্যাহার করে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

তিনশ কোটির বেশি ডোজ দেওয়ার পরে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন প্রত্যাহার করে নেয়া হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকা বলেছে যে এই ভ্যাকসিনের জন্য তারা Read more

আরও ৩ জেলায় ছড়িয়েছে বন্যা, প্রস্তুত ৩ হাজার আশ্রয়কেন্দ্র
আরও ৩ জেলায় ছড়িয়েছে বন্যা, প্রস্তুত ৩ হাজার আশ্রয়কেন্দ্র

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

আর্জেন্টিনার মুখোমুখি প্রথমবার খেলতে আসা কানাডা
আর্জেন্টিনার মুখোমুখি প্রথমবার খেলতে আসা কানাডা

আজ (২১ জুন, ২০২৪) থেকে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে পর্দা উঠছে কোপা আমেরিকা-২০২৪ Read more

সরকারি চাল মিনিকেটের বস্তায় 
সরকারি চাল মিনিকেটের বস্তায় 

বরগুনার বেতাগীতে ১৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন