নড়াইলে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৫ মার্চ) বিকালে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দূর্বাজুড়ি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন- রেজাউল ইসলাম (৩৮) যশোর জেলার কোতয়ালী থানার সিতারামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে ও আলী হাসান (২৬) যশোর জেলার বাঘারপাড়া থানার জামদিয়া গ্রামের আনোয়ার সিকদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মোঃ অহিদুল রহমান ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ শনিবার বিকাল ৩টা ১০মিনিটের দিকে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দূর্বাজুড়ি গ্রামে জনৈক নিরঞ্জন বিশ্বাসের বসতবাড়ির পশ্চিম পার্শ্বে হ্যাপি ফিড মিল হতে মুলিয়াগামী পাঁকা রাস্তার উপর হতে রেজাউল ইসলাম ও আলী হাসানকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদারা খান (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর