নারায়ণগঞ্জে রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার আসামি মো. ইব্রাহিমকে (৫৩) গ্রেফতার করেছে র্যাব৷ শনিবার (১৫ মার্চ) র্যাব ১১ ও র্যাব ৯- এর যৌথ দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের জয়নগর মাযাইর থেকে তাকে গ্রেফতার করে। ইব্রাহিম ওই গ্রামের মৃত আব্দুল মোতালেবের সন্তান৷ র্যাব ১১-এর সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷ মামলার বরাত দিয়ে র্যাব জানায়, সাত বছরের ওই কন্যাশিশুটিকে গত ১৩ মার্চ দুপুরে রূপগঞ্জের রূপসী বাগবাড়ির মুদি দোকানি ইব্রাহিম চকোলেট খাওয়ানোর কথা বলে দোকানের নিয়ে ধর্ষণের চেষ্টা করে৷ শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ইব্রাহিম তাকে রেখে পালিয়ে যায়৷ ওই ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়৷র্যাব আরো জানায়, শিশুটির পিতা বাদী হয়ে ইব্রাহিমকে একমাত্র আসামি করে রূপগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার দায়ে মামলা করেন৷ আসামিকে গ্রেফতারে র্যাব ব্যাপক তৎপরতা শুরু করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ইব্রাহিমকে রূপগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধী।এনআই
Source: সময়ের কন্ঠস্বর