বাংলাদেশের ইসলামি সংগীত জগতে এক অনন্য নাম ‘হোসাইন নূর’। ছন্দের মোহনায় হৃদয়স্পর্শী ভাবনার সংমিশ্রণ ঘটিয়ে নাশিদ রচনায় তিনি গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। দীর্ঘ সাত বছরের পথচলায় একের পর এক জনপ্রিয় গজল উপহার দিয়ে এবার তিনি পৌঁছেছেন এক অনন্য উচ্চতায়—৩০০তম নাশিদের মাইলফলকে!এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রকাশিত হলো তার ৩০০তম গজল ‘কুরআন’।  পবিত্র কুরআন মুসলমানদের শ্রেষ্ঠ উপহার, যার প্রতিটি আয়াত আলো ছড়ায় মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে। ‘কুরআন’ নাশিদটি সেই বার্তাকেই নতুনভাবে তুলে ধরেছে।  এর কথায় রয়েছে হৃদয় জুড়ানো আহ্বান—  “সকল পড়ার আগে পড়ো কুরআন  / কুরআন খুলেই জুড়াও মনো প্রাণ।  / পড়লে নেকি, শুনলে নেকি,  / বুঝলে নেকি, মানলে নেকি,  / মহাব্বতেই বাড়বে তোমার মান।”এই নাশিদ কেবল তিলাওয়াতের ফজিলতই নয়, হাফেজদের মর্যাদা, বাবা-মায়ের জন্য এর উপহার এবং আখিরাতে শাফায়াতের বিষয়টিও তুলে ধরেছে। নাশিদের শেষাংশে বলা হয়েছে—  “কাল হাশরে বাড়বে শান বাবা মায়ের/ হাফেজে কুরআন হলে সন্তান তাদের। / নূরের তাজে, সবার মাঝে  / সম্মানিত মানুষ সাজে,  / পুরস্কৃত করবেন আল্লাহ সুবহান।”নাশিদটি কণ্ঠে তুলেছেন দেশের দুই জনপ্রিয় শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফা ও সারামনি। তাদের মায়াবী ও আবেগময় কণ্ঠে নাশিদটির আবেদন দ্বিগুণ হয়েছে। গানের সুরারোপ করেছেন নন্দিত সুরকার মাসুদ রানা।’কুরআন’  নাশিদটির সঙ্গীত পরিচালনায় ছিলেন অনু মুস্তাফিজ, যার কারিগরি দক্ষতায় গানটির প্রতিটি শব্দ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আলম মোর্শেদ, যিনি অসাধারণ নির্মাণশৈলীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন চমৎকার কথাগুলো।নাশিদটির রচয়িতা হোসাইন নূর ২০১৭ সালের শেষ দিকে গজল লেখা শুরু করেন। তার লেখা নাশিদ বেশকিছু নাশিদ দেশব্যাপী আলোড়ন তোলে। এখন পর্যন্ত ১৭০ জনের বেশি শিল্পী একক ও যৌথভাবে তার লেখা গজল গেয়েছেন, যার মধ্যে দেশের শীর্ষ ইসলামি শিল্পীরাও রয়েছেন।  গ্রাম থেকে শহর, হাট থেকে মসজিদ—তার লেখা গজল সর্বত্রই প্রতিধ্বনিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মেও তার সফলতা ঈর্ষণীয়—৪০টির বেশি গজল মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্ম নেওয়া হোসাইন নূর আজ ইসলামি সংগীতাঙ্গনে এক সুপরিচিত নাম। এ প্রসঙ্গে তিনি বলেন—  “শুরুটা সহজ ছিল না, কিন্তু আল্লাহ যখন বিশেষভাবে রহম করেন, তখন সবকিছুই সহজ হয়ে যায়। এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় অবৈধ জালে মাছ শিকারের দায়ে ২১ জেলে আটক
মেঘনায় অবৈধ জালে মাছ শিকারের দায়ে ২১ জেলে আটক

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অবৈধ পিটানো জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে ২১ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ 
বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস।

সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল্লাহ মিয়া আর নেই
সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল্লাহ মিয়া আর নেই

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, সরকারের শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শফিউল্লাহ মিয়া আর নেই।

ইন্টারনেটে ধীর গতি যে কারণে
ইন্টারনেটে ধীর গতি যে কারণে

দেশজুড়ে ইন্টারনেটে ধীর গতি বিরাজ করছে। শুক্রবার (১৯ এপ্রিল) মধ্যরাতে ইন্টারনেটের গতি কমে যায়। শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে সমস্যা Read more

অপুর রূপে মুগ্ধ পূজা!
অপুর রূপে মুগ্ধ পূজা!

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন