চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।অভিযানে দেখা যায়, দেশীয় পাঞ্জাবিতে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে উচ্চমূল্যে বিক্রি করছিলেন ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ নামক প্রতিষ্ঠানটি। পাশাপাশি, দেশি-বিদেশি কোনো ক্রয় ভাউচারও দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়া, একই বাজারের ‘পরীস্থান’ নামে আরেকটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানও একই ধরনের প্রতারণায় জড়িত ছিল। দেশীয় পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় ভাউচারের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানে ‘পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি’ নামের একটি রেস্টুরেন্টকেও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ দধিতে ময়লা পাওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।অধিদফতরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম ও পরিস্থান- দুটোই চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা অভিযোগ পেয়েছিলাম, তারা দেশে তৈরি পাঞ্জাবিতে ইন্ডিয়ান ট্যাগ লাগিয়ে বিক্রি করছে। সত্যতা যাচাইয়ে আমাদের দুজন কর্মী দুপুরে ক্রেতা বেশে সেখানে যান। তারা পাঞ্জাবি দেখে দরদাম করছিলো। ইন্ডিয়ান পাঞ্জাবি বলার পর কথায় কথায় সেগুলো ইন্ডিয়া থেকে কিভাবে এনেছেন সেটা এবং কোনো ক্রয় ভাউচার আছে কি না জানতে চাওয়া হয়। তখন তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে।’ এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুদকের মামলায় আ.লীগ নেতা মোহনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু
দুদকের মামলায় আ.লীগ নেতা মোহনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু

প্রায় ৯ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও আড়াই কোটি টাকার সম্পদের তথ্য গোপন মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের Read more

তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভোট দিচ্ছেন ইরানিরা
তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভোট দিচ্ছেন ইরানিরা

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নিয়ে তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভোট দিচ্ছেন ইরানিরা।

মস্কোয় অফিস ভবনে আগুন, নিহত ৮
মস্কোয় অফিস ভবনে আগুন, নিহত ৮

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন