বরগুনার পাথরঘাটা শহরের বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছেন তানিয়া । তানিয়া পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।শনিবার (১৫ মার্চ) পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে দেয়ালে দেয়ালে লাগানো রয়েছে সন্ধান চেয়ে হারানো বিড়ালের বিজ্ঞপ্তি। পোস্টারে লেখা রয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পাথরঘাটা বাজার (গোলচত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গেছে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সন্ধান দিতে পারলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিড়ালটির বিবরণ হিসেবে গায়ের ‘মাটি মাটি শেওলা’ রং ও গলায় একটি ঘণ্টা বাঁধা রয়েছে বলে উল্লেখ করা হয়।তানিয়া জানান, তার শখের বিড়ালটি এক মাস আগে হারিয়ে যায়। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন, কিন্তু কোথাও পাননি। শেষে তিন দিন আগে শহরে পোস্টার লাগিয়ে ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাথরঘাটার বিভিন্ন গ্রুপে বিড়ালটির সন্ধান চেয়ে পোস্ট করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালের সন্ধান চাই পোস্টটি দেখে বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করছে। রুবেল আজমিন বলেন, পোষা প্রাণীর প্রতি এত ভালবাসা সেজন্য টাকা খরচ করে পোস্টার দিয়েছে এবং পুরস্কার দেয়ার আশ্বাস দিয়েছে। আসলে পোষা প্রাণীর প্রতি এত ভালোবাসা থাকলে মানুষই এমনটা করতে পারে । এটি একটি প্রশংসনীয় কাজ।এসআর
Source: সময়ের কন্ঠস্বর