চট্টগ্রামের মিরসরাইয়ে দুই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ নামে একজনকে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শনিবার (১৫ মার্চ) সকালে মিরসরাই পৌরসদরে অবস্থিত মিরসরাই কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ দুই ছাত্রী ও তার সহপাঠীদের নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিদিন তাদের পেছন পেছন গিয়ে তাদের উত্যক্ত করতো অভিযুক্ত কবির আহম্মদ। দিনের পর দিন উত্ত্যক্তের পরিমাণ বাড়তে থাকে। ছাত্রীরা বিষয়টি তাদের বাবাকে জানায়। প্রতিদিনের মতো আজ শনিবার সকালে তারা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে অভিযুক্ত যুবক তাদের পিছু নেয় এবং উত্ত্যক্ত করা শুরু করে। এসময় ছাত্রীর বাবা ও স্থানীয়রা হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ জানান, কবির আহম্মদ নামে একজন পুরো শরীরে আঘাত নিয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে তার শারীরিক কন্ডিশন ভালো নয়।এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইভটিজিং এর দায়ে কলেজ রোড এলাকায় একজনকে গণপিটুনি দেয়ার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে তাকে হাসপাতালে পাঠায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৬
ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৬

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় ৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (১৯ Read more

শুধু ‘দুধে-ভাতে’ নয় প্রতিবাদেও থাকুক সন্তান, চাইছেন অভিভাবকরা
শুধু ‘দুধে-ভাতে’ নয় প্রতিবাদেও থাকুক সন্তান, চাইছেন অভিভাবকরা

গত কয়েক সপ্তাহে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ডাকা কর্মসূচিতে শিশুদের উপস্থিতি নজর কেড়েছে অনেকের। “কীভাবে মেরুদণ্ড সোজা করে বাঁচতে Read more

কাউখালীর সুবিদপুরের ঐতিহ্যবাহী শীতল পাটির বিপন্ন দশা
কাউখালীর সুবিদপুরের ঐতিহ্যবাহী শীতল পাটির বিপন্ন দশা

পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের শীতল পাটির সুনাম ছিল সারাদেশে। কিন্তু যথাযথ স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার অভাবে দৃষ্টিনন্দন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন