নাবস্তায় কারখানার নাম, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অপরাধে মুন্সীগঞ্জ সদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে মুড়ির কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ২ টার দিকে জেলা সদরের ফিরিঙ্গীবাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ ফুডস নামে মুড়ির কারখানাকে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন ও আনসার ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলো।ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানে গেলে মুড়ির বস্তায় ওই কারখানাটির নাম, মুড়ি উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখও উল্লেখ পাওয়া যায়নি। এতে মুড়ির কারখানাটিকে জরিমানা করা হয়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর