দেশব্যাপী নারী দের প্রতি নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানিসহ সার্বিক  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখা।শনিবার (১৫ মার্চ) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী, সম্পাদক মন্ডলীর সদস্য সুজস তঞ্চঙ্গ্যা, ম্যাম্যা চিং, উহ্লাশৈ মার্মা প্রমুখ।মানববন্ধনে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী বলেন ৫ই আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন ও সুন্দর একটি রাষ্ট্র পাবো বলে আমরা আশা করেছিলাম। যেখানে দেশের সকল নাগরিক, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে  নিরাপদে বসবাস করতে পারবে। তবে  বর্তমান পরিস্থিতিতে ধর্ষণ , ডাকাতি, খুন, মব জাস্টিসের মতো ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে, যা আমাদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি  সাংঘর্ষিক।নারীরাই আমাদের সমাজের শক্তি এগিয়ে যাওয়ার প্রেরণা উল্লেখ করে তিনি আরো বলেন, যদি নারী স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। আমরা চাই, নারীদের প্রতি সহিংসতা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক  এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত হোক।মানববন্ধনে বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবার নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।এই সময় নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে গণসংহতি আন্দোলন ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসূচি পালনের ঘোষণা দেন।শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা, নারীর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আন্দোলন ও রাষ্ট্রীয় কঠোরতার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জোড় দাবি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের গাড়ি ভাঙচুর, আটক ২
ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের গাড়ি ভাঙচুর, আটক ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেছে বিক্ষুব্ধ জনতা।

চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত ৫
চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত ৫

এক দফা দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুন খালাস
অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুন খালাস

সিঙ্গাপুরে অর্থপাচারের (মানি লন্ডারিং) অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ Read more

দুই দিনের ম্যাচে একমাত্র পাওয়া মুমিনুলের সেঞ্চুরি
দুই দিনের ম্যাচে একমাত্র পাওয়া মুমিনুলের সেঞ্চুরি

নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল হক। তার ব্যাটে রান দেখা গেলেও অন্য ব্যাটাররা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন