ঘুষের পরিমাণ নির্ধারণ করে রেজুলেশন পাস করায় সমালোচনার মুখে পড়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। গতকাল শুক্রবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই রেজুলেশন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন।এর আগে গত ৬ মার্চ অনুষ্ঠিত এক সভায় আইনজীবী সমিতি ঘুষের নির্দিষ্ট হার নির্ধারণ করে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এর স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী, সিআর ফাইলিং, দরখাস্ত, জামিননামা দাখিল, গারদখানা স্বাক্ষরসহ বিভিন্ন কাজে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ঘুষ নির্ধারণ করা হয়।এই রেজুলেশন প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির ফেসবুকে মন্তব্য করেন, ঘুষের সার্টিফিকেট দিল শরীয়তপুর আইনজীবী সমিতি। অন্যদিকে, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম জানান, এটি হঠাৎ বন্ধ করা সম্ভব নয়, তাই সহনীয় পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে পুরোপুরি বন্ধের পরিকল্পনা রয়েছে।তবে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মহসিন স্বপন একে “বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার নজিরবিহীন সিদ্ধান্ত” বলে উল্লেখ করেছেন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বেআইনি ও অনৈতিক।এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর