ঘুষের পরিমাণ নির্ধারণ করে রেজুলেশন পাস করায় সমালোচনার মুখে পড়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। গতকাল শুক্রবার (১৫ মার্চ)  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই রেজুলেশন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন।এর আগে গত ৬ মার্চ অনুষ্ঠিত এক সভায় আইনজীবী সমিতি ঘুষের নির্দিষ্ট হার নির্ধারণ করে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এর স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী, সিআর ফাইলিং, দরখাস্ত, জামিননামা দাখিল, গারদখানা স্বাক্ষরসহ বিভিন্ন কাজে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ঘুষ নির্ধারণ করা হয়।এই রেজুলেশন প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির ফেসবুকে মন্তব্য করেন, ঘুষের সার্টিফিকেট দিল শরীয়তপুর আইনজীবী সমিতি। অন্যদিকে, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম জানান, এটি হঠাৎ বন্ধ করা সম্ভব নয়, তাই সহনীয় পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে পুরোপুরি বন্ধের পরিকল্পনা রয়েছে।তবে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মহসিন স্বপন একে “বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার নজিরবিহীন সিদ্ধান্ত” বলে উল্লেখ করেছেন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বেআইনি ও অনৈতিক।এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, হিলিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, হিলিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাজা শহর থেকে সব বাসিন্দাকে বের হয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের
গাজা শহর থেকে সব বাসিন্দাকে বের হয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

গাজা শহরের সব বাসিন্দাকে বের হয়ে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

কণ্ঠশিল্পী খালিদ স্মরণে সংগীত প্রতিযোগিতা
কণ্ঠশিল্পী খালিদ স্মরণে সংগীত প্রতিযোগিতা

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পীরা। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারক হিসাবে থাকবেন সংগীতশিল্পী তপন চৌধুরী, সামিনা চৌধুরী

স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে শুরু অস্ট্রেলিয়ার
স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফেভারিট হিসেবেই খেলতে এসেছে অস্ট্রেলিয়া। যদিও প্রতিপক্ষ ওমান শুরুতে কিছুটা চাপে রেখেছে তাদেরকে। তবে সব চাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন