অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। আজ শনিবার(১৫ মার্চ)  রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ডে ঘটে প্রাণসংশয়ে পড়েছিলেন গায়িকা। খবরটি নিজেই নিশ্চিত করেছেন পারশা। তিনি বলেন, ‘আমি উবারে করে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গাড়িতে হুট করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বেরিয়েছি। কীভাবে যে বের হয়েছি বলতে পারব না।’ বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন পারশা। নিজের ফেসবুকে দুপুর ২টা বেজে ২৪ মিনিটের দিকে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’ এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমা চেয়ে সব কনসার্ট স্থগিত করলেন অরিজিৎ
ক্ষমা চেয়ে সব কনসার্ট স্থগিত করলেন অরিজিৎ

ক্ষমা চেয়ে চলতি মাসের সমস্ত কনসার্ট স্থগিত করলেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন