টেকসই জীবনধারায় একটি ন্যায়সঙ্গত রূপান্তর এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা সদরের কালিবাবু রোডে অবস্থিত ক্যাবের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি সদর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে ক্যাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার। উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মিয়া রাকিবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম এম মহিউদ্দিন আহমেদ ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ক্যাবের সহ-সভাপতি ফারুক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, কাজী জসিমউদদীন কাকুল, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক হাদী বেলায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাওন সর্দার প্রমুখ।সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকারের পাশাপাশি সমাজের সচেতন মহলসহ সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তাছাড়া সাংবাদিক ভাইদেরকেও সজাগ দৃষ্টি রেখে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রচারের মাধ্যমে জনগণ ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারিতে আনতে হবে। তাহলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথ পালনের সুযোগ সৃষ্টি হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগের রাত নির্ঘুম কাটলো সুনামগঞ্জবাসীর
ঈদের আগের রাত নির্ঘুম কাটলো সুনামগঞ্জবাসীর

উজানের ঢল ও ভারী বর্ষণে সুনামগঞ্জের বেশ কিছু এলাকা গত তিনদিন ধরে পানির নিচে। এর মধ্যে, রোববার (১৬ জুন) রাত Read more

শাহরুখ খান বুঝে গেছেন নারী কী চায়!
শাহরুখ খান বুঝে গেছেন নারী কী চায়!

শাহরুখ খান নাকি বুঝে গেছেন নারী কী চায়!

টেস্টে ৬৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মহারাজ
টেস্টে ৬৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মহারাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে প্রথম ম্যাচে ৮টি ও দ্বিতীয় ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন