সারাদেশের ন্যায় বরিশালেও ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগর স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের মুখে ভিটামিন ক্যাপসুল দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সচিব রুম্পা সিকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৪২ উপজেলায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৪ লাখ ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।বরিশাল সিটি কর্পোরেশনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৯ হাজার ৯৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে নগরের ৩০টি ওয়ার্ডে ৫৮ হাজার ৪৬০ শিশু এবং জেলার ১০ উপজেলায় রয়েছে ৩ লাখ ১১ হাজার ১৩০ শিশু। নগরের ২০০টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী রয়েছে। তারা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। এছাড়া এই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন থেকে যে শিশুরা বাদ পরবে তাদের জন্য নগরীর ৩টি কেন্দ্রে ৭ দিন এই কার্যক্রম চলমান থাকবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর