অনৈতিক কর্মকাণ্ডে স্থায়ীয় জনতার হাতে আটক হওয়া সেই বরিশাল জেলার গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী ও বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে মাইনুল ইসলাম পলাশ ফকির ও সৌদি প্রবাসীর স্ত্রী ঝুমুর খানম এখন কারাগারে। ঘটনাটি নিয়ে পুরো গৌরনদী জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়।এরির্পোট লেখা আগে শুক্রবার রাত ১১ টা ৪৪ মিনিটের সময় বিষয়টি নিয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনূস মিয়ার সাথে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, পরকীয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মাইনুল ইসলাম পলাশ ফকির ও ঝুমুর খানমকে আদালতে পাঠালে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।তবে এবিষয়ে থানায় কোন মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরকীয়ায় জড়িত থাকার ঝুমুর খানমের স্বামী প্রবাসে থাকার কারনে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ অথবা মামলা করতে আসেনি কেউ। তবে আসলে মামলা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, র্দীঘ দিন ধরে ঝুমুর খানমের সাথে মাইনুল ইসলাম পলাশ ফকিরের পরকীয়া সম্পর্ক রয়েছে এটা সত্য।বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী মাইনুল ইসলাম পলাশ ফকিরকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে না কি কারনে তাকে আটক করা হয়েছে। বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে জানাবো। কিছুক্ষন পরে আবার তার মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন, রাত অনেক হয়েছে তাই কেউ ফোন রিসিভ করছেনা।বিষয়টি নিয়ে ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলার শাখার সভাপতি ও সেক্রেটারী মুঠো ও হওয়াহোয়াটসঅ্যাপে একাধিক বার ফোন করা হলেও তারা ফোনটি রিসিভ করেননি। তাই তাদের বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি।উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বসতঘর থেকে প্রবাসীর স্ত্রী ঝুমুর খানম ও মাইনুল ইসলাম পলাশ ফকিরকে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ পলাশকে আদালতে প্রেরন করলে আদালতের বিচারক তাকে জেল হাজলে প্রেরন করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ান হাউজে বিশ্বস্ততা দিবস উদযাপন
রাশিয়ান হাউজে বিশ্বস্ততা দিবস উদযাপন

ঢাকায় রাশিয়ান হাউজে উদযাপিত হয়েছে পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততা দিবস।

দেশ ছাড়ার আগে পরে কোন বিবৃতি দেন নি শেখ হাসিনা, দাবি সজীব ওয়াজেদের
দেশ ছাড়ার আগে পরে কোন বিবৃতি দেন নি শেখ হাসিনা, দাবি সজীব ওয়াজেদের

ক্ষমতা ছাড়ার পরে শেখ হাসিনার একটি বিবৃতির বরাতে রোববার ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। ওই খবরে বলা হয়েছিল, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন