গাজীপুরের কালিয়াকৈরের নামাশুলা এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন। আজ শনিবার (১৫) মার্চ) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নামাশুলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হয় দু’জন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।এআই
Source: সময়ের কন্ঠস্বর