বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় ছাত্রশিবিরের নিকট সংগঠনগুলোর কি প্রত্যাশা সে বিষয়ে আলোচনা,মতবিনিময় ও প্রত্যাশার কথা শোনেন ছাত্রশিবির। শুক্রবার (১৪ মার্চ) বরিশাল সদরে হোটেল এরিনাতে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের সম্মানে এ মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি বলেন, আপনি মুসলিম হন বা না হন আপনার দায়িত্বের জায়গা থেকে আল্লাহকে জবাব দিতে হবে। মুসলিম হওয়া বা না হওয়া অনেক পরে। আমরা দেখি যারা ইসলাম চর্চা করে তাদের অনেক সংগঠনে ভিন্ন চোখে দেখে। যেমনটা হওয়ার কথা ছিলো না। কোনো সংগঠনে এমন পরিবেশ যেনো না হয় সেটা দেখা উচিত। নামাজ পড়া বা ধার্মিক পোষাক পড়া মানেই শিবির করেনা এটা আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের ইস্টেকহোল্ডার হিসেবে কাজ করে। রাষ্ট্রের উন্নয়নে তাঁদেরও ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের লেখার স্বাধীনতার দরকার।আমাদের প্রত্যাশা ক্যাম্পাস সাংবাদিকরা তাঁদের স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে ও মতামতের স্বাধীনতা থাকবে সেখানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।সাংবাদিকদের বস্তুনিষ্ঠ স্বাধীন মতামত প্রকাশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ক্যাম্পাসে জুলাই বিপ্লব চলাকালীন ক্যাম্পাস সাংবাদিকদের সাহসী ভূমিকা এবং সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রয়াসে বাংলাদেশের উপর চেপে থাকা জগদ্দল পাথরের ন্যায় ফ্যাসিবাদ  বিদায় ঘটেছে। এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় এক অনন্য ইতিহাস রচনা করেছিলো।বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ছাত্রশিবিরের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে কথা বলার সুযোগ সংকীর্ণ থাকলেও বর্তমানে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেতে চলেছে। স্বাধীনভাবে কথা বলা ও সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে কোন সাংবাদিক যেন প্রতিবন্ধকতার শিকার না হয়,সেদিকে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর খেয়াল রাখার কথাও জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, ববিচাস, বিএনসিসি, ইন্তেফাদা মঞ্চ, চারুকলা সংসদ, আইটি সোসাইটি, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, ক্রিকেট ক্লাব, রোভার স্কাউট, লিংকার্স (সোশাল মিডিয়া গ্রুপ), সোচ্চার সহ নানান সংগঠনের নেতৃবৃন্দ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা
চবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা

সুষ্ঠুভাবে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
সুষ্ঠুভাবে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) পরীক্ষা ২২টি কেন্দ্রে অনুষ্ঠিত Read more

গাইবান্ধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ
গাইবান্ধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

গাইবান্ধায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালাপাড়ায় জয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৪
কালাপাড়ায় জয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৪

পটুয়াখালীর কালাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ‘ঘোড়া' প্রতীকের আব্দুল মোতালেব তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পরাজিত ‘দোয়াত Read more

যুক্তরাজ্যে জয়শঙ্করের ওপর হামলা
যুক্তরাজ্যে জয়শঙ্করের ওপর হামলা

যুক্তরাজ্যের লন্ডনে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের হামলার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (০৬ মার্চ) লন্ডনে চ্যাথাম হাউস থিংক ট্যাংকের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন