রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে হঠাৎ করে শিয়ালের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কের কারণে কেউ ঘর থেকে বের হতেও সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় ইউপি সদস্য ইনতাজ আলী জানান, শ্রীপুরের প্রধান অর্থকরী ফসল পান, যা নদী ও বিলের ধারে পানবরজে চাষ করা হয়। দীর্ঘদিন শিয়ালের কোনো আক্রমণের ঘটনা ঘটেনি, তবে ৮-১০ বছর ধরে শিয়ালের সংখ্যা বাড়লেও মানুষের ওপর হামলা এবারই প্রথম।শিয়ালের আক্রমণে আহত আমিনুল ইসলাম বলেন, “আমরা পানবরজে প্রতিদিন কাজ করি, শিয়ালও থাকে, কিন্তু কোনো দিন আক্রমণ করেনি। কেন আজ হঠাৎ করে এমন ঘটনা ঘটল, বুঝতে পারছি না।”শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জানান, “শিয়ালকে না মারার পরামর্শ দেওয়া হয়েছে এবং লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এলাকায় মাইকিং করে সতর্কবার্তাও দেওয়া হয়েছে, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।”আহতদের চিকিৎসার বিষয়ে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাফিয়া সুলতানা বলেন, “শিয়ালের আক্রমণের শিকার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভ্যাকসিন নেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিটি করপোরেশন এলাকা ছাড়া ভ্যাকসিনের ব্যবস্থা না থাকায় স্থানীয়ভাবে তা দেওয়া সম্ভব হয়নি, তবে সবাই সুস্থ আছেন।”এদিকে, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “বন্যপ্রাণী হত্যা করা ঠিক নয়। তবে কেন শিয়ালগুলো এমন আচরণ করছে, তা খতিয়ে দেখা দরকার। সবাইকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।”স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের হামলা চলতে থাকলে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এ বিষয়ে প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সর্বজনীন পেনশনে বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার দাবিতে বেরোবিতে মৌ
সর্বজনীন পেনশনে বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার দাবিতে বেরোবিতে মৌ

সাম্প্রতিক সময়ে ঘোষিত সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের দাবিতে মৌনমিছিল ও কালো ব্যাজ ধারণ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

ক্রিকেট আইপিএল  গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস                     

মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য কারাগারে
মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

কুষ্টিয়া পুলিশ লাইনসে কর্মরত এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির অভিযোগে দায়ের হওয়া মামলায় মোস্তফা কামাল নামে এক পুলিশ সদস্যকে কারাগারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন