বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যার্থ করতে চক্রান্ত করছে ফ্যাসিস্ট সরকারের দোসররা। কোনোমতে এই সরকার যেন ব্যার্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।শুক্রবার (১৪ মার্চ) রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। মদাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন।এ ছাড়াও অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সহ সভাপতি ওবাইদুল কবির কুন্নু, সাধারণ সম্পাদক এ্যাডঃ রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মদাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহান উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মনজুর হোসেন মনজু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান ছানা, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন সহ প্রমূখ উপস্থিত এ সময় ইফতার ও দোয়া মাহফিলে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এমআর
Source: সময়ের কন্ঠস্বর