আছিয়াসহ দেশব্যাপী নারী, শিশু হত্যাকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাবেশ ও মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ সমাবেশ ও মানববন্ধন করে বরিশাল মহিলা পরিষদ। মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটেছে। যারা এই হত্যাকাণ্ড ও ধর্ষণ করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করে। এদিকে, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বেলা সোয়া ১১ টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। বাসদের জেলা সদস্য সচিব ডা মনীষা চক্রবর্তীর নেতৃত্বে মিছিলটি সদর রোডসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছাত্রশিবিরের মতবিনিময়
ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছাত্রশিবিরের মতবিনিময়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। Read more

সুজানগরে বিপুল পরিমাণ টাকা ও ১০ সহযোগীসহ চেয়ারম্যান প্রার্থী আটক
সুজানগরে বিপুল পরিমাণ টাকা ও ১০ সহযোগীসহ চেয়ারম্যান প্রার্থী আটক

বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে  র‌্যাব।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন