চট্টগ্রাম নগরীর অলিগলিতে এখন ঈদের আমেজ। প্রতিটি বিপণিবিতান, মার্কেট আর শপিং মলে উপচে পড়া ভিড়। উৎসবের এই আমেজে শপিং করতে বের হওয়া মানুষের পদচারণায় শহর প্রাণবন্ত হয়ে উঠেছে। কিন্তু এই আনন্দের মাঝে নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটপাত দখলের ভয়াবহতা।প্রতিবছরের ন্যায় এবারও রেয়াজুদ্দিন বাজার, টেরিবাজার, জিইসি, চকবাজার, বহদ্দারহাট, জুবলী রোড, আগ্রাবাদ ও ইপিজেড এলাকার ফুটপাতগুলো পুরোপুরি চলে গেছে হকারদের দখলে। ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা হাঁটার জায়গা না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমে চলাচল করছেন। ফলে যানজট ভয়াবহ রূপ নিচ্ছে, যা নগরীর স্বাভাবিক গতিকে ব্যাহত করছে।ফুটপাতগুলো ক্রমশ সংকুচিত হয়ে পড়ায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বহদ্দারহাট ফিনলে সাউথ সিটিতে শপিং করতে আসা এক পরিবার অভিযোগ করে বলেন, “ফুটপাতে হাঁটা তো দূরের কথা, ঠিকমতো দাঁড়ানোও যাচ্ছে না। একদিকে গাড়ির ধাক্কার ভয়, অন্যদিকে হকারদের ঠেলাঠেলি। বাচ্চাদের নিয়ে ঈদের কেনাকাটা করতে এসে এখন জীবন নিয়ে টেনশন করতে হচ্ছে!”নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, ফুটপাত দখল করে হকাররা দোকান বসিয়েছে। কেউ কাপড়ের পসরা সাজিয়েছে, কেউ খেলনা, কেউবা প্রসাধন সামগ্রী, আবার কেউ ফল ফ্রুটের ভ্যান গাড়ি নিয়ে বসেছে। হকারদের দাবি, তারা নিরুপায় হয়ে ফুটপাতে ব্যবসা করছেন, কারণ দোকান ভাড়া নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু পথচারীদের অভিযোগ, এই অবৈধ দখলদারি তাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠেছে।চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দাবি করেছে, তারা নিয়মিত হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে, যাতে ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী থাকে। কিন্তু বাস্তবে এসব অভিযানের স্থায়ী কোনো প্রভাব পড়ে না। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হকাররা আবার জায়গা দখল করে নেয়।চসিকের পরিচ্ছন্নতা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সময়ের কণ্ঠস্বর-কে মুঠোফোনে জানান, “নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হলেও, কিছুক্ষণের মধ্যেই হকাররা আবার এসে বসে। এর পেছনে রয়েছে এক শক্তিশালী রাজনৈতিক চাঁদাবাজ সিন্ডিকেট, যারা ফুটপাত দখলদারদের সুরক্ষা দিয়ে আসছে।”আব্দুল মান্নান নামের নগরীর এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, উচ্ছেদ অভিযান শুধুমাত্র লোক দেখানো ব্যবস্থা। যতক্ষণ না পর্যন্ত হকারদের জন্য নির্দিষ্ট কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।নগরীর ফুটপাতগুলো দখলমুক্ত না হওয়ার পেছনে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠা চাঁদাবাজ চক্রের শক্তিশালী অবস্থান রয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে হকারদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হয়। পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে নেওয়া চাঁদার বিনিময়ে ফুটপাত দখলকারীরা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারে। ফলে উচ্ছেদ অভিযান কার্যকর হয় না।চকবাজার এলাকার মিন্টু নামের এক ভাসমান ব্যবসায়ী সময়ের কণ্ঠস্বরকে বলেন, “আমরা ফুটপাতে বসতে বাধ্য হচ্ছি, কারণ দোকান ভাড়া নেওয়ার সামর্থ্য নেই। কিন্তু চাঁদা দিতে হয় প্রতিদিন। স্থানীয় প্রভাবশালীরা আমাদের কাছ থেকে টাকা নেয়, তাই কোনো বাধা ছাড়াই বসতে পারি।”নগর পরিকল্পনাবিদরা বলছেন, একদিকে প্রশাসন যখন হকার উচ্ছেদ অভিযানের কথা বলছে, অন্যদিকে চাঁদাবাজির মাধ্যমে এই দখলদারদের টিকিয়ে রাখার ব্যবস্থাও চলছে।নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু উচ্ছেদ অভিযান নয়, বরং হকারদের পুনর্বাসনই এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। হকারদের জন্য নির্দিষ্ট মার্কেট বা বাণিজ্যিক এলাকা গড়ে তোলা গেলে ফুটপাত দখলের প্রবণতা কমবে।বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। সুষ্ঠু নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে একদিকে যেমন হকারদের জন্য নির্দিষ্ট বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যদিকে কঠোরভাবে চাঁদাবাজি বন্ধ করতে হবে।আরইউনগরবাসীর প্রত্যাশা, ঈদ হোক উৎসবের আনন্দে ভরপুর, দুর্ভোগের নয়। তারা আশাবাদী, সংশ্লিষ্ট প্রশাসন শুধু মৌসুমী অভিযান নয়, বরং দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের পথে এগিয়ে আসবে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের ব্যবস্থা নিশ্চিত করাই হবে প্রশাসনের অন্যতম দায়িত্ব। অন্যথায়, প্রতিবছরের মতো আবারও ঈদের কেনাকাটার ভিড়ে নগরবাসীকে দুর্ভোগের ফাঁদে পড়তে হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রামীণ ব্যাংক কেন কর অব্যাহতি পেল?
গ্রামীণ ব্যাংক কেন কর অব্যাহতি পেল?

এনবিআরের এই প্রজ্ঞাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা দেখা গেছে। এনবিআরের সাবেক ও বর্তমান কর্মকর্তারা বলছেন, Read more

বিএসএফের গুলি টিনের চাল ফুটো করে এসে পড়লো রান্নাঘরে
বিএসএফের গুলি টিনের চাল ফুটো করে এসে পড়লো রান্নাঘরে

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি টিনের চাল ফুটো করে বাংলাদেশের এক নাগরিকের রান্নাঘরে এসে পড়েছে।

চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে
চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে Read more

স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এ নির্দেশ দেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন