গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। ফলে তিন ঘণ্টা পর এই মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।এর আগে, আজ সকাল ৯টার দিকে ঈদুল ফিতরের বোনাসসহ কয়েকটি দাবিতে মহানগরীর তেলিপাড়ায় অবস্থিত ‘স্মাগ সোয়েটার’ নামে ফ্যাক্টরির শ্রমিকরা সড়ক অবরোধ করেন।পুলিশ ও শ্রমিকরা জানায়, আজ সকালে স্মাগ সোয়েটার নামের কারখানার দুই থেকে তিন শতাধিক শ্রমিক ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে দুুপুর ১২টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “কয়েকটি দাবি নিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।” আরইউ
Source: সময়ের কন্ঠস্বর