বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকাসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এবার সেই সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ নিজেই।গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ২টা ২০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে।তিনি আরও বলেন, আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।ফেসবুকের এ পোস্টের সঙ্গে একটি কমেন্টও জুড়ে দেন বৈষম্য বিরোধী আন্দোলনের এ নেতা। সেখানে তিনি লেখেন, গালি দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন টিভির তিনজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আমি বিব্রত।তিনি আরও লেখেন, রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি। এখনও করছি। আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই, যেখানে যে কোনও মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে। তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায়ে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর, সেই মত আমার বিরুদ্ধে হলেও।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ধারের টাকা পরিশোধ করতে এটিএম বুথ লুট করার পরিকল্পনা করে আরিফুল’
‘ধারের টাকা পরিশোধ করতে এটিএম বুথ লুট করার পরিকল্পনা করে আরিফুল’

মধুমতি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাড্ডা থেকে ডেকে এনে পল্লবীতে হত্যা 
বাড্ডা থেকে ডেকে এনে পল্লবীতে হত্যা 

রাজধানীর পল্লবীতে পাভেল খান নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ সেখান Read more

স্ত্রী রেগে গেলে কী করেন স্বামী, জানালেন তিনজন
স্ত্রী রেগে গেলে কী করেন স্বামী, জানালেন তিনজন

স্ত্রীর রাগ ভাঙাতে স্বামী কী করেন- তাই নিয়ে এই আয়োজন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন