সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে কন্যা ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদি হয়ে ধর্ষক মোহাম্মদ আলী নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে রবিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। শিশুটি নাড়ুয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত মোহাম্মদ আলী নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। শিশুটির মা ও নানী জানান, নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রবিবার সকালে সেখানে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এসময় আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। তখন শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ্য করে বাড়িতে পাঠিয়ে দেয়। বিকেলে অসুস্থ হয়ে পড়ার পর শিশুটি ধর্ষণের বিষয়টি জানায়। পরদিন স্বজনেরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র নিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বুধবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পর বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহবায়ক মুনতাসির হাসান মেহেদী ও যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান এশা এ সময় তারা জানান, র‌্যাপিস্টদের মতো ভাইরাস চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে। একই সাথে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এ সময় তারা নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশংকামুক্ত হলেও মানসিকভাবে সুস্থ নয়। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার জন্য তার সিম্বল ল্যাবে পাঠানো হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ধর্ষনের ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের কবর ৫ আগষ্ট রচনা হয়ে গেছে, ইশরাক
আ.লীগের কবর ৫ আগষ্ট রচনা হয়ে গেছে, ইশরাক

 স্বৈরাচার আওয়ামী লীগের কবর অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির কবর গত ৫ আগষ্ট রচনা হয়ে গেছে। যেই জিনিস কবরে রচনা হয়ে Read more

গাজীপুরে অগ্নিসংযোগ-ভাঙচুরে ৫০ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি  
গাজীপুরে অগ্নিসংযোগ-ভাঙচুরে ৫০ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি  

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে আছে গাজীপুরের বিভিন্ন স্থানে। হামলা, লুটপাট, অগ্নিসংযোগে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনের Read more

শান্তিরক্ষী নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন পক্ষপাতমূলক: আইএসপিআর
শান্তিরক্ষী নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন পক্ষপাতমূলক: আইএসপিআর

আইএসপিআর জানায়, শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে সব সময় সবচেয়ে যোগ্য এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন