মাগুরায় ধর্ষণ হওয়া শিশু আছিয়ার মৃত্যুতে বরিশালে গায়েবানা জানাজা আদায় এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন ধর্ষণ বিরোধী মঞ্চ।বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর নথুল্লাবাদে বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে ঘন্টা ধরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর সড়কে গায়েবানা যানাজার নামাজ অনুষ্ঠিত হয়।সেখানে বক্তারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে ধর্ষকের বিচারের আগে ধর্ষিতার মৃত্যু হয়। আছিয়া আমাদের বোন আমরা চাইনা ফের আর কোন আছিয়া ধর্ষণের শিকার হয়। এজন্য প্রকাশ্যে আছিয়ার ধর্ষণের বিচার করতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে।অন্যদিকে একই দাবিতে একই সময় নগরীর মিছিল অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি মশার নিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ করেন বরিশাল ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।এসময় বক্তারা বলেন আছিয়া সহ গত ৫ মাসে দেশে ভয়াবহ ভাবে ধর্ষনের হার বেড়ে গিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে। অবিলম্বে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে। আছিয়া সহ সকল ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যার বিচার করতে হবে।অতিদ্রুত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্যে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে বলে দাবি জানান তারা।এনআই
Source: সময়ের কন্ঠস্বর