সৌদি আরবের রাজধানী রিয়াদে গত সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য  জানান পুতিন।এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন, যেকোনো যুদ্ধবিরতির বিষয়টি অবশ্যই দ্বন্দ্বের মূল কারণ সংশ্লিষ্ট হতে হবে এবং এটির বিস্তারিত আরও জানতে হবে।পুতিন বলেন, আমরা যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি। কিন্তু আমরা এমনভাবে আগাব যেন এই বিরতি একটি দীর্ঘকালীন শান্তিতে পরিণত হয় এবং এটি এই দ্বন্দ্বের আসল কারণকে নিঃশেষ করবে।অবশ্য এর আগে এই অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়েছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ পররাষ্ট্র নীতি কর্মকর্তা ইউরি উসাকোভ তখন জানান, ৩০ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সেটি ইউক্রেনের সেনাদের যুদ্ধক্ষেত্রে স্বস্তি দেবে। এতে ইউক্রেনীয় সেনারা লাভবান হবে। আর তাই এই অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা আগ্রহী নয়।দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি বলেছি এই যুদ্ধবিরতি আর কিছু নয়, এটি ইউক্রেনীয় সেনাদের জন্য একটি বিরাম বা অবকাশ। আমাদের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি। যেটি আমাদের দেশের বৈধ স্বার্থগুলোকে দেখবে। আমার কাছে মনে হচ্ছে, এই পরিস্থিতিতে ভুয়া শান্তি কার্যক্রমের কোনো প্রয়োজন কারও আছে।অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করছেন কি না এমন প্রশ্নের জবাবে ইউরি উসাকোভ জানান, এ ব্যাপারে রাশিয়ার অবস্থান বিস্তারিত জানাবেন পুতিন। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ।সূত্র: রয়টার্সএফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে ট্রলার ডুবে শিশুসহ ৫ রোহিঙ্গার মৃত্যু
সাগরে ট্রলার ডুবে শিশুসহ ৫ রোহিঙ্গার মৃত্যু

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে আসার সময় সাগরে ট্রলার ডুবে দুই শিশুসহ ৫ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

কোমল পানীয়র দাম বাড়ছে
কোমল পানীয়র দাম বাড়ছে

বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

যাত্রাবাড়ীতে বাসা থেকে কিশোরের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে বাসা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষা শেষ করতে পারলো না রায়হান
এইচএসসি পরীক্ষা শেষ করতে পারলো না রায়হান

শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে গত সোমবার অন্য শিক্ষার্থীদের মতো মো. রায়হানও (১৮) যান আনন্দ মিছিলে যোগ দিতে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন