জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে।তিনি (১৩ মার্চ) বৃহস্পতিবার ফটিকছড়ি পৌরসভার সিএনজি শ্রমিক ও নারী শ্রমিকদের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী উপর বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। ইফতার সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দীন ইমু, সাবেক আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদার৷ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি গাজী বেলাল, পৌরসভা জামায়াতের সভাপতি জিয়াউল হক রুবেল, পৌরসভা সেক্রেটারি তারেক, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইরান কাদের চৌধুরী, শ্রমিক নেতা ইব্রাহিম খলিল, মাওলানা আলী হোসেন, গিয়াস উদ্দিন রুবেল, শিবির নেতা ইসমাঈল, লেলাং শ্রমিক নেতা সেলিম, যুবনেতা জামশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।এমআর
Source: সময়ের কন্ঠস্বর