বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাশবিক ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দিনটিকে (১৩ মার্চ) ‘আছিয়া দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, মাগুরায় বর্বর নির্যাতনের শিকার শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তা’আলা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন, আমিন। মহান রবের দরবারে দোআ করি তিনি যেন আছিয়ার পিতা-মাতাসহ আপনজন নির্বিশেষে বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।তিনি বলেন, আছিয়ার এ করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের এ জনপদ শিশুদের জন্য কতটা অনিরাপদ। এই পাশবিক ঘটনা প্রমাণ করে আমাদের সমাজে ও মস্তিষ্কে পচন ধরেছে। অবক্ষয় হয়েছে সামাজিক মূল্যবোধের। এ মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মস্তিষ্কের সংশোধন এখন একান্ত জরুরি। আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর অংশ হিসেবে ১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালন করা যেতে পারে। যার মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এর মাধ্যমে এমন সমাজ বিনির্মাণ করতে হবে যেখানে শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ থাকবে নিরাপদ।তিনি আরও বলেন, মানুষ নামের যে পশুরা পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে নিষ্পাপ এ শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল আমি তাদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধর্ষকদের এ শাস্তি সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে। এমন শাস্তি কার্যকর করতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে যুগের পর যুগ।তিনি আরও বলেন, আসুন ব্যক্তিগত ও সামাজিকভাবে এবং সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই যাতে আর কোনো আছিয়াকে এভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে না হয়।এই পাশবিক ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান এবং সেই সঙ্গে নিহত শিশুটির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলকারখানার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছরে উন্নীত করার সুপারিশ 
কলকারখানার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছরে উন্নীত করার সুপারিশ 

কলকারখানার লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে পাঁচ বছরে উন্নীতকরণ এবং লাইসেন্সের জন্য ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের Read more

ইউরো ২০২৪: কোন স্টেডিয়ামের ধারণক্ষমতা কতো
ইউরো ২০২৪: কোন স্টেডিয়ামের ধারণক্ষমতা কতো

আজ শুক্রবার রাত থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইউরো-২০২৪। ২৪টি দলকে ছয় গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জর্জিয়া-চেকিয়ার পয়েন্ট ভাগাভাগি
জর্জিয়া-চেকিয়ার পয়েন্ট ভাগাভাগি

ইউরোর ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার রাতে মুখোমুখি হয় জর্জিয়া ও চেক প্রজাতন্ত্র।

নির্মিত হচ্ছে প্রাণিসম্প‌দের নতুন ভবন, ব্যয় ৮২ কোটি টাকা
নির্মিত হচ্ছে প্রাণিসম্প‌দের নতুন ভবন, ব্যয় ৮২ কোটি টাকা

রাজধানীর খামারবাড়িতে প্রকল্পের আওতায় ৮২.৪৫ কোটি টাকা ব্যয়ে নি‌র্মিত হ‌বে ১০ তলা বিশিষ্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন ভবন।

মন্ত্রী-এমপিদের ফেসবুক পেজ ভেরিফায়েড করে দেবে আইসিটি বিভাগ
মন্ত্রী-এমপিদের ফেসবুক পেজ ভেরিফায়েড করে দেবে আইসিটি বিভাগ

ফেক আইডি দিয়ে অপপ্রচার বন্ধে মন্ত্রী-এমপিদের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভেরিফায়েড করার পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন