জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সম্মানহানি ও জোরপূর্বক পদত্যাগ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। তাদের দাবি, হল প্রভোস্টের বিরুদ্ধে কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। শিক্ষার্থীরা বলেন, প্রশাসন চাইলে আগে নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করতে পারত। এভাবে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার পরিচয় বলে মন্তব্য করেন তাঁরা।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গতকাল (১২ মার্চ) শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি পেশ করা হয়েছিল, তা অযৌক্তিক ছিল। আমি সেগুলো বিবেচনার জন্য সময় চেয়েছিলাম। কিন্তু একপর্যায়ে আমাকে জিম্মি করে দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দিতে বাধ্য করা হয়।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। আমরা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’শিক্ষার্থীরা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি তুলে ধরেন:১. বিদ্রোহী হল প্রভোস্টের সম্মানহানির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।২. বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত ছাড়া নেওয়া সব অন্যায্য সিদ্ধান্ত বাতিল করতে হবে।৩. যেসব অনলাইন পেজ ও গ্রুপ শিক্ষার্থীদের উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।প্রসঙ্গত, গত মঙ্গলবার (১২ মার্চ) বিদ্রোহী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও দায়িত্বহীনতার অভিযোগ এনে তাঁর পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আন্দোলনের একপর্যায়ে উপাচার্য বরাবর তাঁদের দাবি তুলে ধরেন তাঁরা। পরে শিক্ষার্থীদের চাপে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সব দাবি মেনে নেন এবং আগামী রবিবারের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই’
‘আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে এক হওয়ার বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শিক্ষার্থীদের আন্দোলনে Read more

জুনে নিম্নচাপ ও বজ্রঝড়ের পাশাপাশি বন্যার আশঙ্কা
জুনে নিম্নচাপ ও বজ্রঝড়ের পাশাপাশি বন্যার আশঙ্কা

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় পটুয়াখালী ও খেপুপাড়ায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১১ কি.মি. এবং দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০০ মি.মি. Read more

সিলেটে পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ, তলিয়ে রয়েছে অনেক ঘরবাড়ি
সিলেটে পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ, তলিয়ে রয়েছে অনেক ঘরবাড়ি

সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেট সদরসহ অন্যান্য এলাকায় পানি বাড়ছে। তবে এখনো বানভাসি লোকজন আশ্রয় কেন্দ্রেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন