নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদসহ বিভিন্ন কর্মকর্তা ছাড়াই চলছে উপজেলা প্রশাসনের কার্যক্রম। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের। এলাকার মানুষের সেবার কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে ওই পদগুলোতে কর্মকর্তা যোগদানে ভুমিকা গ্রহণ করা না হলে উপজেলার চিকিৎসা সেবাসহ বিভিন্ন সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হবে জনগণ। জানা গেছে, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১১ মার্চ উপজেলা থেকে বদলি জনিত কারণে মাত্র সাড়ে ৪মাস দায়িত্ব পালন করে চলে যায়। এছাড়াও বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিএ), উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসক ছাড়া চলছে উপজেলার প্রশাসনিক কার্যক্রম। পাশাপাশি সহকারি কমিশনার (ভূমি) দির্ঘদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ভুমি সেবার মান ব্যহত হচ্ছে। ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চলছে উপজেলার ওইসকল কার্যালয়ের দায়িত্ব। এতে করে সঠিক সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে উপজেলার সাধারণ মানুষদের। গত ১১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বদলি জনিত কারণে ধামইরহাট উপজেলা থেকে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় ইএনও হিসেবে যোগদানের নির্দেশ আসে। এর কয়দিন পূর্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমরা বিশ্বাস বদলি হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।বর্তমানে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ ধামইরহাট উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ২ উপজেলার দায়িত্ব পালন অনেকটা সেবার মান নিয়ে প্রশ্ন জনমনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রæত যোগদান না হলে উপজেলার প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানান রকম সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং এর অভাবে অসাধু ব্যবসায়িরা নিয়ন্ত্রণহীন ভাবে ভোক্তাদের সাধ্যের বাহিরে পণ্যের দাম বাড়ানো সহ নানান সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষদের। দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদগুলোতে কর্মকর্তা যোগদান না হলে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হবেন বলে মন্তব্য করছেন এলাকার সচেতন মহল। এদিকে ভুমি নামজারি করতে আসা আব্দুস ছালাম জানান, আমি আমার স্ত্রীর জমি খাজনা-খারিজ এর জন্য আবেদন করেছিলাম। উপজেলা সহকারি ভূমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় আমার কাজে সাময়িক অসুবিধা ও সময় বেশি লাগছে বলে জানান তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সামাজিক মাধ্যম ব্যবহারে অপ্রাপ্তবয়স্কদের মা-বাবার অনুমতির প্রস্তাব নিয়ে যে প্রতিক্রিয়া ভারতে
সামাজিক মাধ্যম ব্যবহারে অপ্রাপ্তবয়স্কদের মা-বাবার অনুমতির প্রস্তাব নিয়ে যে প্রতিক্রিয়া ভারতে

ভারতের সরকার এক প্রস্তাবিত আইনে বলেছে ১৮ বছরের নিচে কাউকে সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে তার অভিভাবকের অনুমতি লাগবে। Read more

ট্রাম্প ও ভ্যান্সের সাথে বাগবিতণ্ডার পর হোয়াইট হাউজ ছাড়লেন জেলেনস্কি
ট্রাম্প ও ভ্যান্সের সাথে বাগবিতণ্ডার পর হোয়াইট হাউজ ছাড়লেন জেলেনস্কি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাগবিতণ্ডায় জড়ানোর পর হোয়াইট হাউজ ছাড়তে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। এ বৈঠকে বহুল আলোচিত Read more

ধামরাইয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের কাগজপত্র তছনছের অভিযোগ
ধামরাইয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের কাগজপত্র তছনছের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে মুক্তিযোদ্ধা বহুমুখী সমাবায় সমিতি লিমিটেডের কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা কাগজপত্র তছনছ ও লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ডিএসইতে পিই রেশিও কমেছে ৩.৩২ শতাংশ
ডিএসইতে পিই রেশিও কমেছে ৩.৩২ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই থেকে ১ আগস্ট) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই Read more

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. শফিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন শাখার মোট ৪০ জন কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন