মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে লাইভ টেলিকাস্টের মাধ্যমে সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৩ মার্চ )বিকাল সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে সাধারন শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় মানববন্ধনকারীরা আছিয়া সহ সারাদেশের ধর্ষনকারীর জনসম্মুখে লাইভ টেলিকাস্টের মাধ্যমে পাথর নিক্ষেপ করে সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ডের বিচার আগামী ৩ দিনের মধ্যে করার দাবি জানান এবং এরমাধ্যমে দেশের ৯৯ শতাংশ ধর্ষন কমে যাবে বলেও দাবি করেন। আছিয়ার মৃত্যুর খবর শুনে তারা রাজপথে নেমেছেন।পরে তারা ধর্ষনকারীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থী মনিরুল, গোলাম রাব্বি, মাইন শিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর