গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী ডিপটি  ফকির (৬৫) নামের  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ডিপটি ফকির ওই গ্রামের মৃত জয়না ফকিরের পুত্র। শিশুটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা একটি হয়েছে।গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নাকাইহাট ইউনিয়নের পোগইল  হাটখোলা গ্রামের এই ঘটনা ঘটেছে। ।থানায় দায়ের করা মামলার এজাহার সুত্রে জানা গেছে পোগইল হাটখোলা গ্রামের মকবুল হোসেনের শিশু কন্যা (১০) প্রকৃতির ডাকে সারা দিতে ঘটনার দিন রাত ৮টার দিকে বাড়ীর পাশের  টয়লেটে যায়। সেখান থেকে ফেরার পথে  ডিপটি ফকির ওই শিশুর মুখ চেপে ধরে খড়ের পালায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময়  হঠাৎ শিশুটির মুখ থেকে হাত ফসকে গেছে সে চিৎকার দেয়। চিৎকার শুনে মকবুল তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ডিপটি ফকির পালিয়ে যায়।এরপর মেয়েটিকে বাড়ীতে  এনে তার মুখে সবকথা শুনে থানায় মামলা দায়ের করা হয়।  এদিকে ডিপটি ফকিরের পুত্র সজিব খন্দকার তার পিতাকে জোর করে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে  দায়ের করেন থানায়। সজিবের অভিযোগ তার পিতা রাত নয়টার দিকে  পশ্চিম পগইল সরকারপাড়া জামে এশা ও তারাবির নামাজ পড়তে যায়। এরপর বাড়ী এসে শুয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে মকবুলের ডাকাডাকিতে ডিপটি  ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলে তার ওপর আক্রমন ও মারপিট করে  তার বাড়ীতে তুলে নিয়ে যায় এবং ফোন করে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাতেই পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে আনিত ধর্ষণ চেষ্টার অভিযোগ সঠিক নয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান,ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এছাড়াও অভিযুক্ত ডিপটির পুত্র সজিবের দায়ের করা  অভিযোগটি তদন্ত করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নচিকেতার সঙ্গে কণ্ঠ মেলালেন পিজিত
নচিকেতার সঙ্গে কণ্ঠ মেলালেন পিজিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিল্পী পিজিত প্রসেঞ্জিত মহাজন। অনেক চড়াই-উৎরাই পার করে নিয়মিত গান করছেন তিনি।

‘সংকট গভীর হওয়ার আগেই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন জরুরি’
‘সংকট গভীর হওয়ার আগেই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন জরুরি’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারে নির্যাতনের শিকার ও উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন  সংকট এখন Read more

ওয়ানডে সিরিজেও বিশ্রামে রোহিত-কোহলি
ওয়ানডে সিরিজেও বিশ্রামে রোহিত-কোহলি

বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর পরই জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুরু করে ভারত। যদিও সেই সিরিজে বিশ্বকাপ জয়ী দলের উল্লেখযোগ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন