সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবীতে চট্টগ্রামের ফটিকছড়িতে  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মানব বন্ধন ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) বিকেল ৩ টার দিকে নাজিরহাট ঝংকার মোড়ে এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি ছাত্রনেতা নজিবুল হক আজাদের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দীন।ছাত্রনেতা মিজানুর রহমান মুন্না ও ইয়াকুব আলী বাদশাহ্’র যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা (উত্তর)’র সভাপতি হাবিবুল ইসলাম ভূঁইয়া,উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা ইউসুফ মুহাম্মদ সালাউদ্দীন শাহ্, ইসলামী ফ্রন্ট নেতা আবুল কালাম, যুবসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)’র সভাপতি মুহাম্মদ তারেক আলম, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মিনহাজুল আবেদীন,যুবসেনা নেতা আবদুর রহমান বাবর, ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)’র সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, উপজেলা যুবসেনা নেতা গোলাম মোস্তফা তাহেরী, যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন,যুবসেনা নেতা এমরান উদ্দীন মানিক, ছাত্রসেনা হাটহাজারী উপজেলা (উত্তর)’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল শাকিল, ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)’র সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম প্রমুখ।মানবন্ধনে বক্তারা বলেন- “আছিয়ার পাষন্ড ধর্ষক ও সহায়তাকারীদের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা,বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থার উপর আবার সকলের আস্থা ফিরে আসুক।”বক্তারা সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ধর্ষণ-বলাৎকারের বিরুদ্ধে সরকারকে কঠোরতর হওয়ার দাবী জানান।মানববন্ধনে বক্তারা আরও বলেন, আইনের দীর্ঘসূত্রতা ও দুর্বল বিচারব্যবস্থার কারণেই ধর্ষকদের সাহস বেড়ে গেছে। দ্রুততম সময়ে ধর্ষকদের বিচার সম্পন্ন করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।ছাত্রসেনা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম,শহীদুল ইসলাম, রায়হান উদ্দীন, ইউসুফ রায়হান,পারভেজ মোশাররফ, মুহাম্মদ আশরাফ উদ্দীন, করিম উদ্দীন, সোহেল খন্দকার, আব্দুল আজিজ, মুহাম্মদ মহিউদ্দীন, রেজাউল করিম,নাহিদুল ইসলাম হামীম,মুহাম্মদ নয়ন,জোনায়েদ জিসান, শাফায়েত সাব্বির, শাখাওয়াত আরমান প্রমুখ।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ঝংকার মোড় থেকে শুরু হয়ে নাজিরহাট বাজার প্রদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ: রিজভী
ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ: রিজভী

বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের ওপর দিয়ে রেললাইন Read more

প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস
প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস

রোমানিয়ার বিপক্ষে ইউরোর শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও রোমানিয়া। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে।

অ্যারাবিক অ্যালামনাইয়ের সভাপতি-সম্পাদক নির্বাচিত
অ্যারাবিক অ্যালামনাইয়ের সভাপতি-সম্পাদক নির্বাচিত

অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ) কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ একটি সংগঠন।

জমি নিয়ে বিরোধে মামলা, তুলে না নেওয়ায় ভাতিজাকে পিটিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধে মামলা, তুলে না নেওয়ায় ভাতিজাকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় রমজান আলী (৩৬) নামের এক যুবককে পিটিয়ে Read more

এক সময়ের প্রবহমান ‘হিসনা’ এখন সরু খাল
এক সময়ের প্রবহমান ‘হিসনা’ এখন সরু খাল

কুষ্টিয়ার দৌলতপুরে দখলে ও দূষণে এক সময়ের প্রবহমান হিসনা নদী এখন সরু খালে পরিণত হয়েছে। পদ্মা নদীর শাখা নদী হওয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন