শরীয়তপুরের ভেদরগঞ্জে অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। একই সঙ্গে তারা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে জড়িতদের বিচার দাবি করেছেন।বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন, “আমাদের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। স্কুলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে এ মামলা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সদস্য সচিব সালেহ আকরাম বলেন, “একজন শিক্ষক কখনো চাঁদাবাজি করতে পারেন না। আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানাই এবং মিথ্যা মামলা দিয়ে থাকলে দোষীদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানাই।”এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মো. পারভেজ হাসান সেলিম জানান, “বিষয়টি তদন্তাধীন। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গত ৩ মার্চ সকালে ভেদরগঞ্জ থানা-সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরি (পিএসপি) হাইস্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ তিন শিক্ষককে গ্রেফতার করে। তারা হলেন, মহিষার দিগম্বরী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২) ও তপুর রায়হান (৪০)।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইলে সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে চলছে ১৫ দিনব্যাপি সুলতান মেলা-২০২৩।

ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা নাহিদের, ‘জিম্মি করে’ আদায়ের অভিযোগ অন্য সমন্বয়কদের
ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা নাহিদের, ‘জিম্মি করে’ আদায়ের অভিযোগ অন্য সমন্বয়কদের

ঢাকার গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। Read more

বিডিনিউজ’র প্রধান সম্পাদকের বিরুদ্ধে চার্জশিট
বিডিনিউজ’র প্রধান সম্পাদকের বিরুদ্ধে চার্জশিট

দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখার আক্কাস আলী এ তথ্য জানান।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন