নওগাঁর পত্নীতলা উপজেলায় অনুমোদনহীন অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এছাড়া দুই ইটভাটার মালিকদের ২৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অদিপ্তরের যৌথ উদ্যোগে  জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও সাকিব বিন জামান প্রত্যয় নেতৃত্বে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।এ সময় উপজেলার  চাঁদপুর গ্রামে অবস্থিত মেসার্স এম ই এস কোং ও মেসার্স এস কে ব্রিকস নামক ভাটার কিলন  এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয়। এরপর আরও এই দুটি ইটভাটায় ৩৫০০০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। নওগাঁ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন জানিয়েছেন, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স এমইএস কোং ও মেসার্স এসকে ব্রিকস নামক দুইটি ইটভাটার  কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মেসার্স এমইএস কোং এর নিকট থেকে ২৫ হাজার টাকা এবং মেসার্স  এসকে ব্রিকস এর  নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন বলেন,  আইন ভঙ্গ করে লাইসেন্সবিহীন ইট প্রস্তুত করার কারণে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ভবিষ্যতে যাতে কার্যক্রম পরিচালনা না করতে পারে। তার জন্য উক্ত ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনের আহ্বান জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবগঞ্জে ঢাকা রেঞ্জের ডিআইজির বাড়ি ভাঙচুর
শিবগঞ্জে ঢাকা রেঞ্জের ডিআইজির বাড়ি ভাঙচুর

ঢাকা মেট্টোপলিটন রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বাড়ি ভাঙচুর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিস্তাপাড়ে কান্নার রোল, খোঁজ মেলেনি স্বামী-স্ত্রীসহ ৪ শিশুর
তিস্তাপাড়ে কান্নার রোল, খোঁজ মেলেনি স্বামী-স্ত্রীসহ ৪ শিশুর

কুড়িগ্রামের উলিপুরে নৌকাডুবির ঘটনায় তিস্তাপাড়ে কান্নার রোল উঠেছে। নিখোঁজদের আত্মীয়-স্বজনসহ শত শত মানুষ নদীর পাড়ে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছেন।

ক্যাম্পাস ছেড়ে সড়কে শাবিপ্রবি শিক্ষার্থীরা
ক্যাম্পাস ছেড়ে সড়কে শাবিপ্রবি শিক্ষার্থীরা

এক দফা দাবি আদায়ে এবং সারাদেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রাষ্ট্রপতির ‘সম্ভাব্য বিদায়’ নিয়ে কী ঘটছে, যত আলোচনা, গুঞ্জন ও কৌতূহল
রাষ্ট্রপতির ‘সম্ভাব্য বিদায়’ নিয়ে কী ঘটছে, যত আলোচনা, গুঞ্জন ও কৌতূহল

মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিকেল থেকে বঙ্গভবনের সামনে অবস্থানের পর রাতে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন