কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে শনিবার (১৫ মার্চ) ৬-১১ মাস বয়সী ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে ৫৫ হাজার ১৯১ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় নগর ভবনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম।তিনি বলেন, সারা দেশে ন্যায় সোমবার থেকে সিটি এলাকাজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১৪টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে ২ জন সুপারভাইজার দায়িত্বরত থাকবেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নগরীর ১১৪ টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, যা শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় এ কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। নির্ধারিত ১১৪টি কেন্দ্রে দক্ষ স্বেচ্ছাসেবক ও সুপারভাইজারদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।”তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনা। এজন্য অভিভাবকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করলে শিশুদের অপুষ্টি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবো।”এসময়, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী পরিচালক আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশন মেডিকেল অফিসার ডা. চন্দনা রাণী দেবনাথসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ ও কুমিল্লা জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৈরী পোশাক রপ্তানি বেড়েছে ইউরোপীয় ইউনিয়নে  
তৈরী পোশাক রপ্তানি বেড়েছে ইউরোপীয় ইউনিয়নে  

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ২ হাজার ১৬৪ কোটি ৮১ লাখ মার্কিন ডলারের Read more

মধুচন্দ্রিমা থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী
মধুচন্দ্রিমা থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী

কাদা ছোড়াছুড়ির পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্র্রীময়ী চট্টরাজ।

কৃষিজমি অর্থনীতির প্রাণ: ভূমিমন্ত্রী
কৃষিজমি অর্থনীতির প্রাণ: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, কৃষিজমি কেবল শস্য উৎপাদনক্ষেত্র নয়। কৃষিজমি আমাদের অর্থনীতির প্রাণ এবং আমাদের খাদ্য নিরাপত্তার ভিত্তি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন