চট্টগ্রামের রাউজানে সরকারি দপ্তরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শহীদ ইসলাম ওরফে কালা শহীদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রাউজান উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দীকার ওপর সশস্ত্র হামলার অভিযোগে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এরপর বুধবার (১২ মার্চ) তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বর কে জানান, অভিযুক্ত শহীদ ইসলাম রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে। পুলিশি তদন্তে উঠে এসেছে, পূর্বশত্রুতার জেরে এবং সরকারি কর্মকর্তার ওপর ব্যক্তিগত আক্রোশ থেকেই এ হামলার ঘটনা ঘটানো হয়।সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে ঢুকে শহীদ ইসলাম আচমকাই তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। শুধু তাই নয়, অফিসের আসবাবপত্র ভাঙচুর চালিয়ে অফিসে আতঙ্ক সৃষ্টি করে।আহত প্রকল্প কর্মকর্তা আয়েশা সিদ্দীকা ঘটনার পরপরই থানায় একটি এজাহার দাখিল করেন। এরপর দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে শহীদ ইসলামকে রাউজান পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে।আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অপরাধ দমন করতে দ্রুত বিচার আইনে মামলা পরিচালনা করা হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে। সরকারি দপ্তরে হামলা, সরকারি কর্মকর্তাকে হুমকি প্রদান ও শারীরিক আঘাতের চেষ্টা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। দণ্ডবিধির ৩৫৩ ও ৫০৬ ধারার আওতায় এ ধরনের অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা হতে পারে।সম্প্রতি চট্টগ্রামের রাউজানে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে প্রভাবশালী ও দুষ্কৃতকারীদের দৌরাত্ম্যে সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময় হুমকির মুখে পড়ছেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে শুরু অস্ট্রেলিয়ার
স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফেভারিট হিসেবেই খেলতে এসেছে অস্ট্রেলিয়া। যদিও প্রতিপক্ষ ওমান শুরুতে কিছুটা চাপে রেখেছে তাদেরকে। তবে সব চাপ Read more

যশোরে আ. লীগ নেতাকে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর
যশোরে আ. লীগ নেতাকে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান শহিদকে (৫২) মারপিটসহ তার মোটরসাইকেল ভাঙচুর করা Read more

মেঘনায় ঝুঁকি নিয়ে চলছে ট্রলারে যাত্রী পারাপার
মেঘনায় ঝুঁকি নিয়ে চলছে ট্রলারে যাত্রী পারাপার

উত্তাল মেঘনা নদীতে চলাচল করছে ৩০টি ট্রলার। মুন্সীগঞ্জের গজারিয়া ঘাট হয়ে চর কিশোরগঞ্জ ঘাটে এসব ট্রলারে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন