নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম শাহাদাৎ মোল্যা। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর সৎ দাদি রাবেয়া বেগম (৬০) কে আটক করেছে পুলিশ।বুধবার (১২ মার্চ) সন্ধায় উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ভুক্তভোগীর বাড়ির পেছনের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাদাৎ মোল্যা চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্র‍থম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎসহ তার মা কে বিয়ে করেন। শাহাদাৎ এর দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে শাহাদাৎ এর মায়ের সাথে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গা খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়। সন্ধায় হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানায় শাহাদাৎ এর বাড়ির পাশের পুকুর পাড়ে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে শাহাদাৎ এর মাটিতে পুতে রাখা মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান সময়ের কন্ঠস্বরকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ দাদিকে আটক করা হয়েছে। এঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জলবায়ু বস্তুচ্যুতি ও রোহিঙ্গা সঙ্কট নিরসনে অক্সফামের আহ্বান
জলবায়ু বস্তুচ্যুতি ও রোহিঙ্গা সঙ্কট নিরসনে অক্সফামের আহ্বান

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের প্রায় ১০ লাখ রোহিঙ্গা নাগরিক এবং গত এক দশকে বাংলাদেশে বন্যা-ঘূর্ণিঝড়ের মতো জলবায়ু সংশ্লিষ্ট কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত Read more

‘সীতাকুণ্ডের পাতাল কালি মন্দিরে আত্মগোপনে ছিলেন ফয়সাল ও মোস্তাফিজ’
‘সীতাকুণ্ডের পাতাল কালি মন্দিরে আত্মগোপনে ছিলেন ফয়সাল ও মোস্তাফিজ’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ফয়সাল ভুঁইয়া ও মোস্তাফিজুর রহমান। হত্যাকাণ্ডের পর ১৯ মে তারা Read more

ভিসা সম্পন্ন না করায় ৬ হজ এজেন্সিকে নোটিস
ভিসা সম্পন্ন না করায় ৬ হজ এজেন্সিকে নোটিস

নির্ধারিত সময়ে হজযাত্রীদের ভিসা সম্পন্ন না করায় ছয় হজ এজেন্সিকে নোটিস দেওয়া হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন