ঈদ মানেই আনন্দ, ইদ মানেই উৎসব। তবে সবার জন্য কি এই আনন্দ সমানভাবে ধরা দেয়? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন আয়োজন করেছিল ইদবস্ত্র বিতরণ কর্মসূচি।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ছিল ইফতারের আয়োজনও।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাঃ ফরিদ উদ্দীন খান। এছাড়া জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাসনাত কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন,”শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, ইদের আনন্দ তাদের মাঝেও ছড়িয়ে পড়ুক।সহ-সভাপতি রওশানুর সিদ্দিকী তুয়া বলেন, “ইদের আনন্দ কেবল ধনী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর সুবিধাবঞ্চিত শিশুরা বঞ্চিত থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো।”অনুষ্ঠানের আহ্বায়ক শাহীন আলম জানান, এ ধরনের কর্মসূচি শিশুদের মাঝে উৎসাহ সৃষ্টি করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার (কো-অর্ডিনেটর, পরিজন) এবং সাবেক প্রধান শিক্ষিকা (বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়) কল্পনা রানী ভৌমিক।অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফারজানা আক্তার ও কাউসার আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা খালিদ হাসান, সোহাগ আলী, রাসেল সরকার, নূর জাহান দোলন, রওশান ইসলাম ও বায়েজিদ হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অলিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিতুল হাসান মাহিন, মমতা মম ও রাহাত আরিয়ানসহ আরও অনেকে।অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর। সহযোগিতায় ছিল পরিজন, বুক ফরেস্ট লাইব্রেরি এবং বারসিক।নবজাগরণ ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সবার কাছে। ছোট ছোট শিশুদের উচ্ছ্বাস আর আনন্দের ঝলক যেন জানান দিচ্ছিল—সামাজিক দায়বদ্ধতা থেকেই আসল মানবতা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর Read more

চৈত্রের বৃষ্টি: আমের গুটির আশির্বাদ হলেও মুকুলের ক্ষতি
চৈত্রের বৃষ্টি: আমের গুটির আশির্বাদ হলেও মুকুলের ক্ষতি

এ সময়ের বৃষ্টি আমের জন্য উপকার-অপকার দুটোই আছে।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি: নাহিদ ইসলাম
ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি: নাহিদ ইসলাম

একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন