কুমিল্লার মেঘনা উপজেলায় এবার আলুর বাম্পার বেশ ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও পলি মাটির কারণে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। উপজেলায় কোল্ড স্টোরেজ না থাকায় দরপতনের আশঙ্কা আরও বেড়েছে।উপজেলা কৃষি অফিসের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরে মেঘনায় ৩১৩ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এবার ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭২ হেক্টরে, যা আগের বছরের তুলনায় ৫৯ হেক্টর বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন, উন্নত জাতের চাষ ও অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে। তবে পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় লাভের নিশ্চয়তা নিয়ে শঙ্কা কাটছে না কৃষকদের।স্থানীয় কৃষকদের ভাষ্য, আলু চাষে তাদের খরচ বেড়েছে। প্রতি ৩০ শতক জমিতে আলু উৎপাদনে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হয়। জমি থেকে আলু তুলতে শ্রমিকদের পারিশ্রমিক বাবদ বিঘাপ্রতি ৬ হাজার টাকা গুনতে হচ্ছে। তবে বাজারে আলুর দাম ক্রমেই কমছে, যা তাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।গোবিন্দপুর ইউনিয়নের চাষি আল আমিন বলেন, “কয়েকদিন আগেও প্রতি ৮০ কেজির বস্তা ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন তা নেমে এসেছে ১২৫০ টাকায়। ন্যায্য মূল্য না পেলে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে।”রামনগর ছোয়ানী গ্রামের কৃষক শহীদুল ইসলাম বলেন, “আমি ১২০ বিঘা জমিতে আলু চাষ করেছি। ফলন ভালো হলেও দরপতনের কারণে লাভ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখানে কোল্ড স্টোরেজ নেই, ফলে সংরক্ষণের সুযোগ নেই। এছাড়া সরকারি কোনো সহায়তা আমরা পাই না। প্রতি বিঘায় প্রায় ৪ টন আলু উৎপাদন হবে বলে আশা করছি।”মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, “উপজেলার মাটি আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আশা করছি। কৃষকদের সার, কীটনাশকসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনে।” তিনি আরও বলেন, “অনেক কৃষক পুরনো জাতের ডায়মন্ড আলু চাষ করেন, যা তুলনামূলক কম ফলন দেয়। আমরা তাদের উন্নত জাতের চাষে উৎসাহিত করছি।”উৎপাদন ভালো হলেও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তারা সরকারি সহায়তা এবং কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানিয়েছেন। এছাড়া ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় নজরদারিরও দাবি জানিয়েছেন তারা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউরোপ যেতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশি
ইউরোপ যেতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশি

অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসী হতে গিয়ে যারা ভূমধ্যসাগরে ডুবে মারা যাচ্ছে তাদের মধ্যে বড় অংশই বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাস সংস্থা Read more

কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি বাড়াবে: ওয়ার্কার্স পার্টি
কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি বাড়াবে: ওয়ার্কার্স পার্টি

‘সর্বগ্রাসী দুর্নীতি কমিয়ে আনার কর্মকৌশলের পরিবর্তে কালো টাকা সাদা করার যে পদক্ষেপের কথা বাজেট প্রস্তাবে বলা হয়েছে, তাতে উচ্চপর্যায়ে দুর্নীতি Read more

ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল: কা‌দের 
ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল: কা‌দের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লে‌ছেন, বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপের দাবিতে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার Read more

দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা
দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

পাবনায় চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার Read more

‘রপ্তানির আড়ালে সালমানের হাজার কোটি টাকা পাচার’
‘রপ্তানির আড়ালে সালমানের হাজার কোটি টাকা পাচার’

বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে সালমান এফ রহমান, এস আলম গ্রুপ আর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ শেখ হাসিনা সরকারের প্রভাবশালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন