সারাদেশে চলমান ধর্ষণ নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে মৌন মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেন। বুধবার (১২ মার্চ) দুপুরে মিছিলটি উপজেলা চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়। মৌন মিছিলটি ভূঞাপুর বাসস্ট্যান্ড গোলচত্তর এলাকায় কিছুক্ষন অবস্থান নেয়। সে সময় ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী রিফাতের কোরিওগ্রাফিতে একটি পথনাটক প্রদর্শন করে ও ধর্ষকের কুশপুত্তলিকা দাহ্ করে। এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সহ মূখপাত্র,মাহাথির ভাসানী, সদস্য সচিব, শের শাহ্, ছাত্র ফেডারেশনের সভাপতি বিথি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি তাওহিদ তন্ময়, আফরিন জাহান আপন এবং লামিয়া বক্তব্য রাখেন।বক্তারা বলেন, সারাদেশব্যাপী চলছে ধর্ষন, নিপীড়ন, সহিংসতা, যার প্রতিবাদে আমরা ২৪ এর যোদ্ধারা আবার মাঠে নেমেছি। আমরা এটা কোনভাবেই মেনে নিতে পারছি না। আমাদের মা বোনেরা রাস্তায় বের হতে পারছে না। তারা ঘরেও নিরাপদে নেই। প্রতিনিয়ত তারা যৌন হয়রানি এবং ধর্ষনের শিকার হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার তিন বছরের বোন কেন ধর্ষণ হবে? আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা ধর্ষকের সর্বচ্চো শাস্তি চাই এবং যে আইনজীবী, বা কোন মাতাব্বর ধর্ষকের পক্ষে কথা বলবে তারও শাস্তি চাই। এনআই
Source: সময়ের কন্ঠস্বর