বই পড়ুয়াদের বই পড়াকে উৎসাহিত করার লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ভ্রাম্যমাণ বই মেলা।বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। বিশেষ অতিথি ছিলেন, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান। আরও উপস্থিত ছিলেন প্রকাশনা বিভাগের ইনচার্জ দেবজ্যোতি সজল, সংগঠক মো. মনিরুজ্জামান, বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম বাবুল । এই বইমেলায় দেশবিদেশের খ্যাতনামা লেখকদের ১০ হাজার বই রয়েছে। মেলা চলবে ১২ থেকে ১৬ মার্চ পর্যন্ত। দেশে পর্যাপ্ত সংখ্যায় আলোকিত, কার্যকর, উচ্চমূল্যবোধ ও উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলা এবং জাতীয় শক্তি হিসেবে তাদেরকে সংঘবদ্ধ করে চিত্তের সার্বিক আলোকায়ন ঘটানোর লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র কাজ করে যাচ্ছে। পিএম
Source: সময়ের কন্ঠস্বর