লামায় স্বামীর সহায়তায় স্ত্রী গনধর্ষনের শিকার হওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে লামা থানায় মামলা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) ভোরে স্বামী রুবেল হোসেন ও তার বন্ধু সাগরকে আটক করেছে পুলিশ।সূত্রে জানা যায়, মিরিঞ্জা ভ্যালীর নৈশ প্রহরী স্বামী রুবেল হোসেনসহ আরো চারজন দ্বারা ধর্ষিত হন এক সন্তানের জননী। পুলিশকে দেয়া তথ্যমতে ধর্ষিতা নারীর স্বামী রুবেল নেশা করে শুয়ে থাকে অন্য চারজন মিরিঞ্জা ভ্যালী এগেইনের কটেজে ধর্ষণ করে।মিরিঞ্জা ভ্যালীর মালিক মোঃ জিয়াউর রহমান জানান, রুবেল হোসেন তাদের নৈশ প্রহরী হিসেবে দুই মাস ধরে চাকরি করছে। রমজানে পর্যটকদের আগমন না থাকায় রুবেল হোসেন তার দ্বিতীয় স্ত্রীকে রিসোর্ট কটেজে নিয়ে রেখেছে, যা আমিও জানতাম না।লামা থানা প্রেস রিলিজে বলেন, মিরিঞ্জাভ্যালী এগেইন রিসোর্ট এর জুমঘর এলাকায় একজন নারী তার স্বামীর সহায়তায় গণ ধর্ষণের শিকার হন মর্মে লামা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন যে, গণধর্ষণের শিকার ভিকটিমকে ০৮-০৩-২০২৫ খিঃ তারিখ থেকে ১০-০৩-২০২৫ খ্রিঃ পর্যন্ত লামা থানাধীন মিরিঞ্জা ভ্যালী অ্যান্ড রিসোর্ট ও মিরিঞ্জা ভ্যালী এগেইন রিসোর্ট এ আটকে রেখে অভিযোগে বর্ণিত ০৪ জন আসামীসহ অজ্ঞাত ২ জন আসামী মিলে উপর্যুপরি ধর্ষণ করেছে। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে লামা থানায় মামলা রুজু হলে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লামা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে অভিযোগ প্রাপ্তির স্বল্পতম সময়ের মধ্যেই এজাহারনামীয় আসামি মোঃ রুবেল ও মো: সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর